এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,৩০ ডিসেম্বর : সাতসকালে যখন প্রবল ঠান্ডায় জবুথবু হয়ে যাতায়াত করছে । সেই সময় বাইকে চড়ে ভাগীরথী সেতুতে এসে দাঁড়ায় এক বছর বাইশের যুবক । যুবক বাইকটি দাঁড় করিয়ে রেখে কেউ কিছু বুছে ওঠার আগেই সেতুর সিমেন্টের রেলিং টপকে মাঝ নদীতে ঝাঁপিয়ে পড়ে । সঙ্গে সঙ্গে দুটি মোটর চালিত নৌকা যুবককে বাঁচাতে ছুটে যায় । কিন্তু সকলের সামনে নদীর স্রোতে তলিয়ে যায় ওই যুবক । আজ মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ভাগীরথী সেতুর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে বাইকের নম্বর থেকে তার পরিচয় জানতে পারে । পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবকের নাম মানিক শেখ (২২) । তার বাড়ি জঙ্গিপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকায় ।
জানা গেছে,রঘুনাথপুর গ্রামের বাসিন্দা মানিক শেখ অবিবাহিত । তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন৷ সম্প্রতি তাকে মুর্শিদাবাদের জরুলে পাঠানো হয় । যুবকের পরিবার কোথাও বাইরে বেড়াতে গেছে । আজ সকালে ডিউটি করে যথারীতি বাড়ি ফেরেন মানিক । তার কিছু পরেই তিনি বাইক নিয়ে ফের বের হয়ে যান । তারপর সোজা চলে আসেন জঙ্গিপুর ভাগীরথী সেতুতে ।
প্রত্যক্ষদর্শীরা জানান,যুবক সেতুর মাঝ বড়াবড় নিজের বাইকটি দাঁড় করান । তারপর সেতুর রেলিং এর কাছে আসেন । সকলে তাকে দর্শনার্থী ভেবে তেমন গুরুত্ব দেয়নি । কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই যুবক সোজা নদীর জলে ঝাঁপিয়ে পড়েন ।
জানা গেছে,নদীতে ঝাঁপিয়ে পরার পর বেশ কিছুক্ষণ যুবককে সাঁতার কাটতে দেখা যায় । ইতিমধ্যেই কাছের ফেরিঘাট থেকে দুটি মোটরচালিত নৌকা যুবককে বাঁচাতে তার কাছে ছুটে যায় । নৌকা দুটি যুবকের কাছাকাছি চলেও যায় । কিন্তু উদ্ধার করার আগেই স্রোতের টানে হঠাৎ তলিয়ে যায় ওই যুবক ।
এদিকে ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । পুলিশ যুবকের বাইকটি উদ্ধার করে । খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে । পরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে যুবকের সন্ধানে তল্লাশি চালায় । কিন্তু বিকেল পর্যন্ত যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে ।।

