দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ ডিসেম্বর : গৃহবধুকে ফুসলিয়ে পালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম রাজা চক্রবর্তী(২৪) । ধৃতের বাড়ি ভাতার থানার কুবাজপুর গ্রামে । শুক্রবার রাতে ভাতার থানার এড়াচিয়া গ্রাম থেকে যুবককে গ্রেফতারের পাশাপাশি বধুকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ । শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,মেমারি থানার মন্ডলগ্রাম বাপের বাড়ি ওই গৃহবধুর । ৮-৯ বছর আগে কুবাজপুর গ্রামের বাসিন্দা জনৈক এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখাশোনা করে বিয়ে হয় । বর্তমানে তাঁদের সাড়ে ৩ বছর ও সাড়ে ৫ বছরের দুটি পুত্রসন্তান রয়েছে । গৃহবধুর স্বামীদের পারিবারিক ব্যাবসা রয়েছে কলকাতায় । কর্মসুত্রে তাঁরা কলকাতাতেই থাকেন । অন্যদিকে গৃহবধুর শ্বশুরবাড়ির কিছুটা পাশেই বাড়ি রাজা চক্রবর্তী । রাজা বেকার,সে বাড়িতেই থাকে বলে জানা গেছে ।
জানা গেছে,সম্প্রতি নবান্ন উপলক্ষে গৃহবধুরা কলকাতা থেকে কুবাজপুরে গ্রামের বাড়িতে এসছিলেন । তারপর থেকে তাঁরা সেখানেই রয়েছেন।তারপর গত ৫ ডিসেম্বর দুই শিশুসন্তানকে শ্বশুরবাড়িতে ফেলে রেখে আচমকা উধাও হয়ে যায় ওই গৃহবধু । গৃহবধুর বাবা জানিয়েছেন,অনেক খোঁজাখুঁজি করেও তাঁরা মেয়ের সন্ধান পাননি। পরে তাঁরা জানতে পারেন জামাইয়ের প্রতিবেশী যুবক রাজা চক্রবর্তী তাঁর মেয়েকে ফুসলিয়ে নিয়ে পালিয়েছে । এই কথা শোনার পর মেয়ে নিখোঁজ হওয়ার পরের দিন অর্থাৎ ৬ ডিসেম্বর তিনি ভাতার থানায় রাজার বিরুদ্ধে মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেন ।
জানা গেছে,অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত যুবক ও গৃহবধুর সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ । শেষে শুক্রবার রাতে খবর পেয়ে এড়াচিয়া গ্রামে রাজার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে পুলিশ গ্রেফতার করে । সেখান থেকেই উদ্ধার করা হয় গৃহবধূকে । এদিন দু’জনকেই আদালতে পাঠায় পুলিশ ।।