এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ জানুয়ারী : স্বামী বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে অকণ্ঠ মদ্যপান করেছিল । গভীর রাতে টলতে টলতে বাড়ি ফিরে এসে স্ত্রীর কাছে শুয়ে বেঘরে ঘুমিয়ে পড়েন তিনি । আর সেই সুযোগ কাজে লাগিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানায় এলাকায় । নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে,ধৃতের নাম মিল্টন প্রামানিক ওরফে খোকন ।
জানা গেছে,ঘটনাটি ঘটেছে গত বুধবার। ওইদিন বাড়ির পাশে ফাঁকা মাঠের মধ্যে বন্ধু-বান্ধবের সঙ্গে বনভোজন করছিলেন নির্যাতিতা বধুর স্বামী । অনেক রাত পর্যন্ত চলে হইহুল্লোড় । মহিলার স্বামী প্রচুর মদ্যপান করেছিলেন । নেশায় চুর হয়ে তিনি টলতে টলতে বাড়ি ফেরেন । বাড়ি ফিরে এসে স্ত্রীর পাশে বিছানায় শুতেই বেঘোরে ঘুমোতে শুরু করেন তিনি ।
নির্যাতিতা গৃহবধূর স্বামী বলেন,’রাত্রি প্রায় সাড়ে বারোটা নাগাদ আমার প্রচুর নেশা লেগে গিয়েছিল । তারপর আমি টলতে টলতে বাড়ি চলে আসি । বাড়িতে এসে বিছানায় শুয়ে আমি ঘুমিয়ে যাই । বাড়ির দরজা ভেজানো ছিল । ঘরে হাল্কা করে খিল লাগিয়ে আমি ঘুমিয়ে পড়ি । রাত্রি প্রায় আড়াইটা নাগাদ আমি যখন বেঘোরে ঘুমোচ্ছিলাম সেই সময় খোকন প্রামানিক দরজায় ধাক্কা মেরে ঢুকে আমার স্ত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করে । তখন আমার স্ত্রীর ধাক্কাধাক্কি মেরে আমাকে ঘুম থেকে তোলে । তারপর আমরা দুজন মিলে তাকে চেপে ধরে দু’চার ঘা মারার পর ঘরে বেঁধে রাখি । পরে থানায় ফোন করলে পুলিশ এসে খোকনকে ধরে নিয়ে যায় ।’
জানা গেছে,বৃহস্পতিবার নির্যাতিতা গৃহবধূ হবিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে মিল্টন প্রামানিক ওরফে খোকন গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ ওই মহিলার ডাক্তারি পরীক্ষা করায় । আজ শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয় । যদিও অভিযুক্তের দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ।।

