শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৩ জুন : নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবকের । মন্দিরে গিয়ে তারা বিয়েও করে । কিন্তু নাবালিকার পরিবার থানায় অপহরণের অভিযোগ দায়ের করলে গ্রেফতার হয় যুবক । একদিন জেল খাটার পর জামিনে মুক্তিও পায় । কিন্তু জামিন পেয়ে বাড়ি ফিরতেই অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানা এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃতের নাম টিটু দাস (২৩) । পূর্বস্থলী ব্লকের কালেকাতলা-১ পঞ্চায়েতের স্বরডাঙা উত্তরপাড়ায় তার বাড়ি । শনিবার সকালে যুবকের শোবার ঘরের শিলিং থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ।
জানা গেছে,স্বরডাঙা উত্তরপাড়ার বাসিন্দা পেশায় ক্ষুদ্র চাষি রাহুল দাসের একমাত্র ছেলে টিটু । বর্ধমান জেলায় রায়না থানা এলাকার একটি রাইসমিলে কাজ করত টিটু । সেই সূত্রে খন্ডঘোষ থানা এলাকার এক কিশোরীর সঙ্গে তার পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । সম্প্রতি তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় । দিন কয়েক আগে দু’জনে বাড়ি থেকে পালিয়ে একটি মন্দিরে গিয়ে বিয়ে করে ।
মৃত যুবকের প্রতিবেশী গৌতম দাস বলেন,’প্রথমে মেয়েটির পরিবার সম্পর্ক মেনে নেয় এবং আনুষ্ঠানিক ভাবে টিটুর সাথে মেয়েটির বিয়ে দেওয়ার কথা বলে । কিন্তু মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরেই তার পরিবার থানায় অপহরণের অভিযোগ দায়ের করে ।’
জানা গেছে,মেয়েটির পরিবার অভিযোগ দায়েরের পর গত বুধবার টিটু দাসকে বাড়ি থেকে গ্রেফতার করে খন্ডঘোষ থানার পুলিশ । তাকে আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠানো হয় । যদিও বৃহস্পতিবার জামিনে মুক্তি পায় টিটু । মৃতের ঠাকুমা জানকী দাস বলেন,’আমার নাতি জামিনে মুক্তি পাওয়ার পর বাড়ি ফিরে এলে পূর্বস্থলীর থানার পুলিশ তাকে ডেকে পাঠায় । মা বাবার সঙ্গে নাতি থানায় যায় । বারবার থানায় ডাকাডাকি করার কারনে আমার নাতি অপমানে আত্মঘাতী হয়েছে ।’
পরিবার সূত্রে জানা গেছে,রাতে বাবা-মায়ের সাথে খাবার খায় টিটু । তারপর সে নিজের ঘরে ঘুমতে চলে যায় । এদিন অনেক বেলা পর্যন্ত সে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন প্রথমে অনেক ডাকাডাকি করে । কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের খিল ভেঙে ভিতরে ঢুকতেই ওই যুবককে ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় । পরে খবর পেয়ে পুলিশ যুবকের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।