এইদিন ওয়েবডেস্ক,মালদা,২০ আগস্ট : নদীর ভাঙ্গনের ফলে মালদা জেলার বিস্তীর্ণ এলাকায় এখন বন্যা পরিস্থিতি চলছে । বহু এলাকার ঘরবাড়ি, কৃষিজমি এখন জলের তলায় । অসংখ্য পরিবার সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন । সরকারিভাবে পঞ্চায়েত অফিস থেকে ত্রাণও বিলি হচ্ছে । এমতবস্থায় দুটি পৃথক ঘটনায় বন্যার জলে ডুবে গিয়ে মৃত্যু হল দুজনের । মালদা জেলার দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবক ত্রাণ আনতে গিয়ে ডিঙি উলটে জলে ডুবে মারা গেছেন। দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর কলোনি এলাকার বাসিন্দা ওই যুবকের নাম বিবেক মন্ডল(২৫) । অন্যদিকে আজ বুধবার মালদা শহরের ৮ নম্বর ওয়ার্ডের মিশনঘাট সংলগ্ন ধোবাপাড়া এলাকায় মহানন্দায় ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে আরও এক যুবকের মৃতদেহ । তবে ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি ।
প্রথম ঘটনায় জানা গেছে,দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর কলোনি এলাকার বাসিন্দা বিবেক মন্ডল(২৫) শনিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন পঞ্চায়েত অফিস থেকে ত্রাণ সামগ্রী আনার জন্য । একটি ছোট ডিঙিতে চড়ে তিনি পঞ্চায়েত অফিস যাচ্ছিলেন । সেই সময় ডিঙি উল্টে যায় । মঙ্গলবার সকালে সনাতনটোলা এলাকায় তার মৃতদেহ ভাসতে দেখা যায় । বিপর্যয় মোকাবেলা দপ্তরের ডুবুরিরা গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে৷ পরে ভুতনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।
মৃতের স্ত্রী জানান যে তার স্বামী সাঁতার জানতেন না । ছোট ডিঙি করে এক বন্ধুর সঙ্গে পঞ্চায়েতে সরকারি প্রাণ আনতে গিয়েছিলেন । ডিঙে উল্টে যাওয়ার পর তার স্বামীর বন্ধু সাঁতরে পাড়ে উঠে পড়ে । তার স্বামী তলিয়ে যায় । কিন্তু ঘটনার কথা তার স্বামীর বন্ধু বাড়িতে জানায়নি বলে অভিযোগ মৃতের স্ত্রীর ।
অন্যদিকে আজ বুধবার সাত সকালে মালদা শহরের ৮ নম্বর ওয়ার্ডের মিশনঘাট সংলগ্ন ধোবাপাড়া এলাকায় মহানন্দায় ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । এলাকার বাসীন্দারা নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে ইংরেজবাজার থানায় খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । স্থানীয়রা জানান, মৃতদেহটি এক যুবকের। তবে তার নাম পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। কীভাবে তার মৃত্যু হল সেই ব্যাপারেও তারা কিছুই জানেন না। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।।