এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),০৪ জানুয়ারী : পিকনিক থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । মৃতের নাম মনতোষ বারুই (২৭)। পেশায় অনুষ্ঠানে চিত্রগ্রাহক ওই যুবক গুসকরা শহরের শান্তিপুর এলাকার বাসিন্দা । শনিবার রাত প্রায় বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গুসকরা আউশগ্রাম রোডে আলুটিয়া মোড়ের কাছে। জানা গিয়েছে মনতোষের বাবা নিখিলবাবু পেশায় কাঠমিস্ত্রি। বাবা মায়ের একমাত্র পুত্র ছিলেন মনতোষ । তাঁর অকালমৃত্যুর পর শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা । ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
জানা গেছে,নতুন বছর উপলক্ষে গতকাল ওড়গ্রাম জঙ্গলে একটি রিসর্টে বন্ধুবান্ধবদের সঙ্গে পিকনিক করেন মনতোষ বারুই । তাঁর এক বন্ধু আলুটিয়ার কাছে সুকান্তপল্লীতে একটি ডেয়ারির কর্মচারী।খাওয়া দাওয়া সেরে শনিবার রাতে ওই বন্ধুকে তিনি বাইকে চাপিয়ে তার কারখানায় পৌঁছে দিতে যাচ্ছিলেন । রাত প্রায় বারোটা নাগাদ ঘন কুয়াশা ও প্রবল ঠান্ডার কারনে আলুটিয়া মোড়ের কাছে আসতেই মনতোষ তার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার ধারে একটি বিদ্যুৎ খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। দু’জনেই গুরুতর আহত হয়ে দুর্ঘটনাস্থলেই পড়েছিলেন । বেশ কিছুক্ষণ পর গুসকরা ফাঁড়ির পুলিশের টহলদারি ভ্যান ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত গুসকরা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা মনতোষকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।।

