এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ নভেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মন্দারমণিতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক যুবক । ভাতাড় বাজারের রবীন্দ্রপল্লীর বাসিন্দা বছর তেইশের ওই যুবকের নাম স্বরাজ বসু ৷ মেধাবী ছাত্র বলে পরিচিত ওই যুবক নিখোঁজ হয়ে যাওয়ার খবর আসতেই চরম উদ্বেগের মধ্যে আছেন স্থানীয় বাসিন্দারা ।
জানা গেছে,স্বরাজ বসুর বাবা পুলিশ অফিসার। মা স্বাস্থ্য বিভাগের কর্মী । ইঞ্জিনিয়ারিং পাশ করে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চাকরিতে যোগ দিয়েছিলেন স্বরাজ । শনিবার বন্ধুবান্ধদের সঙ্গে কর্মস্থল থেকেই মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন তিনি । কিন্তু আজ রবিবার সকাল এগারোটা নাগাদ সমুদ্রে নেমে তিনি নিখোঁজ হয়ে যান । বন্ধুরা ফোন করে ঘটনার কথা বাড়িতে জানাতেই পরিবার পরিজন সঙ্গে এমন্দারমণির উদ্দেশ্যে রওনা হন। এই ঘটনায় চরম উদ্বেগের মধ্যে আছেন পরিবার পরিজনরা।।

