এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ মার্চ : নিজে রোজা রেখেছেন । তাসত্ত্বেও তীব্র দাবদহের মধ্যে এলাকায় ঘুরে ঘুরে ঈদ উপলক্ষে দুঃস্থ মানুষের হাতে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী তুলে দিয়ে এলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুরের পশুপ্রেমী ও সমাজকর্মী যুবক শেখ আমির । তার বিতরণ করা এই উপহারসামগ্রীর মধ্যে ছিল একটি করে নতুন শাড়ি লাচ্ছা, সেমাই, নারকেল, চিনি দুধ ইত্যাদি । উপহার পেয়ে হতদরিদ্র পরিবারগুলির মুখে হাসি ফুটে ওঠে । যুবককে তারা কৃত্রিম জানান ।
মুরাতিপুরের বাসিন্দা বছর ৪০-এর শেখ আমির মূলত পশুপ্রেমী হিসাবে পরিচিত এলাকায় । কোথাও পথকুকুর দুর্ঘটনায় আহত হয়েছে শুনলে তিনি তৎক্ষনাৎ সেখানে ছুটে গিয়ে আহত কুকুরের চিকিৎসা করে আসেন । পশুপ্রেমের পাশাপাশি দুঃস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি । দুর্গোৎসব বা রমজান, প্রতিটি উৎসবেই প্রতিবছর নিয়ম করে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করতে দেখা যায় শেখ আমিরকে।
স্বল্প শিক্ষিত শেখ আমির বিবাহিত । স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তার সংসার । বড় মেয়ে কলেজ ছাত্রী আর ছোট মেয়ে স্কুল পড়ুয়া ৷ এক সময় দোকানে দোকানে মোবাইল সামগ্রী সরবরাহের ব্যবসা করতেন আমির । বেশ কয়েক বছর আগে সেই ব্যবসা বন্ধ করে দিয়ে মুরাতিপুর বাসস্ট্যান্ডে একটা গুমটিতে একটা দোকান চালান । সেই উপার্জনেই মূলত তার সংসার চলে । কিন্তু আহত পথকুকুরের চিকিৎসা ও সমাজসেবার কাজের খরচ কিভাবে চালান ?
উত্তরে আমির বলেন,’এলাকার কিছু সহৃদয় স্বচ্ছল ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন । আর সেই অর্থেই আমি এই সমস্ত কাজ চালিয়ে যাচ্ছি । যেমন সৈয়দ আজহারুল বরকত,শেখ মুজাফফর, বাপি শেখ, এবং আরো কয়েকজন স্থানীয় সহৃদয় ব্যাক্তি সহযোগিতা করেছেন বলেই আমি ঈদের উপহার তুলে দিয়ে আসতে পেরেছি অসহায় মানুষগুলোর হাতে ।’ আজ শুক্রবার শুধু মুসলিম সম্প্রদায়েরই নয়,ভিক্ষা করতে আসা হিন্দু সম্প্রদায়ের মহিলা ও পুরুষ ভিক্ষাজীবীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন আমির । সকলেই তাকে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ করেন।।