এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ অক্টোবর : কালীপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য বাড়ি ফিরতে রাত হয়ে গিয়েছিল যুবকের । একারে ছেলেকে বকাঝকা করেছিলেন বাবা৷ সেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক যুবক । মৃতের নাম শুভজিৎ হাজরা (২০)। ভাতার থানার শালকুনি গ্রামে বাড়ি তার ৷ মাটির দোতলা বাড়ির উপরতলায় নিজের শোবার ঘরের শিলিং থেকে গামছার ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন । খবর পেয়ে শুক্রবার রাতেই দেহটি উদ্ধার করে ভাতার থানার আনে পুলিশ । আজ শনিবার দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠানো হয় ।
জানা গেছে,শালকুনি গ্রামের বাসিন্দা বাসু হাজরা ও পূর্ণিমাদেবীর এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় শুভজিৎ। তিনি কলকাতায় একটি লেদে কাজ করতেন। ভাইফোঁটা উপলক্ষ্যে বুধবার বাড়িতে এসেছিলেন । শুক্রবার রাতে পাড়ার কালীপ্রতিমা বিসর্জন ছিল । বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন শুভজিৎ। বন্ধুদের সঙ্গে অনেক রাত অব্দি নাচানাচি করার পর বাড়ি ফিরলে বাসু হাজরা ছেলেকে বকাঝকা করেন। তার কিছুক্ষন পরে শোবার ঘরে শুভজিৎকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় । পরে গামছা কেটে তাকে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় । কিন্তু ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।

