এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৯ জুলাই : নিজের বিয়ের অনুষ্ঠানের মাত্র ২ ঘণ্টা আগেই পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মালদা জেলার চাঁচল থানার গোবিন্দপাড়া মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম জাহিদুল ইসলাম(২৩) । তার বাড়ি চাঁচল থানার শিমুলতলা গ্রামে।
জানা গেছে,শুক্রবার রাতে জাহিদুল ইসলামের বিয়ের অনুষ্ঠান ছিল । আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জড়ো হয়েছিল । নিমন্ত্রণ করা হয়েছিল প্রতিবেশীদের । কিন্তু ধর্মীয় রীতি মেনে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র ২ ঘন্টা আগে বাড়িতে খবর আসে যে বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে জাহিদুল । নিমেষের মধ্যে আনন্দ অনুষ্ঠান শোকের আবহে বদলে যায় ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,কিছু কেনাকাটা করতে পার্শ্ববর্তী বাজারে গিয়েছিলেন জাহিদুল ইসলাম । কেনাকাটা শেষে তিনি বাড়ি ফিরছিলে । রাস্তায় একটা পেট্রোল পাম্প থেকে বাইকে তেলও ভরেন । তারপর দ্রুত গতিতে বাইক চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন । কিন্তু গোবিন্দপাড়া মোড়ে একটা বাঁকের কাছে একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাইকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জাহিদুল । রাস্তার পাশে রাখা ইঁটের স্তুপে সজোরে ধাক্কা দেয় তার বাইক । মাথায় গুরুতর আঘাত লাগে তার । আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় । কিন্তু শেষ রক্ষা হয়নি । আজ শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।।

