এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,০৩ ফেব্রুয়ারী : আসানসোলের সিয়ারসোলে খোলামুখ খনিতে পড়ে গিয়ে কয়লা চাপা পড়ে মৃত্যু এক যুবকের মৃত্যু হয়েছে ৷ মৃত যুবকের নাম টিঙ্কু বাউরি (২৬) । ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১ টা নাগাদ । জানা গেছে,সেই সময় ওই খোলামুখ খনির পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন রিঙ্কু । সেই সময় তিনি পা পিছলে খনিতে পড়ে যান । আর খনির ভিতরে পড়তেই কয়লা চাপা পড়ে মৃত্যু হয় ওই যুবকের । এদিকে খবর ছড়িয়ে পড়তেই কেকেএসসি-এর নেতৃত্বে মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা খোলামুখ খনি চত্বরে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তারা মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে খনির উৎপাদন বন্ধ করে দেয় । মৃতের প্রতিবেশী কাশীনাথ বাউরি জানিয়েছেন, ইসিএল কর্তৃপক্ষ মৃতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷ তবে মৃতের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার বিষয়ে তারা বিবেচনা করবেন বলে জানিয়েছেন । তিনি খোলামুখ খনির চারদিকে তারকাটা দিয়ে ঘিরে দেওয়ার জন্যও দাবি জানান ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,ইসিএল বিধি মেনে চালু অথবা পরিত্যক্ত খোলা মুখ খনির চারপাশে ঘিরে দেওয়ার ব্যবস্থা করেনি । যে কারণে বিভিন্ন সময়ে গবাদি পশু থেকে শুরু করে মানুষের পর্যন্ত মৃত্যু হয়। বারবার তাঁরা এই দাবিতে বিক্ষোভ দেখালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ । যদিও ঘটনা প্রসঙ্গে ইসিএল-এর তরফ থেকে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক জানান , ইসিএল-এর খনিতে সংস্থার নিজস্ব নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফ আছে । বিষয়টি তাদের দায়িত্বের মধ্যে পড়ে । কেউ যাতে খনিতে ঢুকতে না পারে সেটা দেখার দায়িত্ব তাদেরই । তবে এও বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ এলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে ।।