শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),৩১ মার্চ : মায়ের জন্য মাঠে শাক তুলতে গিয়ে জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৬ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পুটসুরি অঞ্চলের আজাননগর গ্রামের মাঠে । নিহত যুবকের নাম ফিরাদৌস শেখ(৩৬) । নিহত যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে,আজাননগর গ্রামের বাসিন্দা ফিরাদৌস শেখের মা বেশ কিছুদিন ধরে রক্তাল্পতা জনিত সমস্যায় ভুগছেন । এই সমস্ত ক্ষেত্রে আয়রন সমৃদ্ধ ‘কুলেখাগড়া’ নামে এক প্রকার মেঠো শাক রোগীকে রান্না করে খেতে দেওয়া হয় গ্রাম্য এলাকায় । এদিন সকালে গ্রামের মাঠ থেকে ওই শাক তুলতে গিয়েছিলেন ফিরাদৌস ।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হয় । সেই সময় আজাননগর গ্রামের মাঠে হাইটেনশন লাইনের একটি তার ছিঁড়ে জমিতে পড়ে । এদিন মাঠে শাক তুলতে গিয়ে ওই তারটি ফিরাদৌসের নজরে পড়েনি । তিনি আপন মনে শাক ছেঁড়ার সময় সেই তারের সংস্পর্শে চলে আসেন, আর উচ্চ শক্তির বিদ্যুতের প্রভাবে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি । অনেক পরে বিষয়টি গ্রামবাসীদের নজরে পড়ে । তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর ওই যুবককে উদ্ধার করে তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন । পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।