এইদিন ওয়েবডেস্ক,পাটনা,২০ মার্চ : হিন্দুদের অকথ্য ভাষায় গালাগালি করা এক যুবকের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । V @V1468645 নামে এক টুইটার ইউজার্স ভিডিওটি গত শনিবার (১৭ মার্চ ২০২৩) শেয়ার করে লিখেছেন,’বিহারের সীতামারহি বাসিন্দা মোহাম্মদ আলী সিদ্দিকী ভিডিওতে প্রকাশ্যে হিন্দুদের হত্যার হুমকি দিচ্ছেন, পাশাপাশি অশালীন ভাষা ব্যবহার করে গালাগালি করছেন। এই ব্যক্তি সামাজিক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। নোট নিন ।’ তিনি ভিডিওটি বিহারের মুখ্যমন্ত্রী, বিহার পুলিশ, সীতামারহি পুলিশকে ট্যাগ করেছেন ।
ভিডিওতে এক যুবককে বলতে শোনা গেছে,’ ‘হিন্দুস্থান তোর বাবার নয়,না তোর দাদুর । হিন্দুস্থান খাজা মঈনুদ্দিন চিস্তির । #(অকথ্য ভাষা) এবারে মুসলমানদের গালি দিলে এক এক হিন্দুর মাকে #( ছাপার অযোগ্য ভাষা) । আর তোরা বারবার যে বলছিল বন্দেমাতরম বলতে হবে । আমরা সবাই আল্লাহর বান্দা । #(ছাপার অযোগ্য ভাষা) তোদের লজ্জা নেই,আমাদের যখন শাসক ছিল তখন তোদেরকে কত সম্মান দিয়েছিল।। ইতিহাস দেখ #(অকথ্য ভাষা) । তোরা মুসলমাদের দূর্বল ভাবছিস ? এক এক মুসলমানের ছেলেরা যদি রুখে দাঁড়াতে শুরু করে না তাহলে তোদের এক এক মাকে #(ছাপার অযোগ্য ভাষা) দেবে ।’
যুবককে আরও বলতে শোনা যায়, ‘আজ আমি রাগের মাথায় গালি দিচ্ছি । তোরা পুরো মুসলমান সমাজকে গালি দিচ্ছিস, তোদের লজ্জা নেই ? আমরা মুসলমান,আমাদের গালাগালি করা শোভা দেয় না । তোদের ব্যবহারে অতিষ্ট হয়ে রাগের মাথায় আজ গালাগালি দিচ্ছি #(অকথ্য ভাষা) । তোরা ফেসবুকে মুসলমান আর আমাদের নবীকে কত কিছু গালাগালি করিস #(অকথ্য ভাষা) । আমার নাম লিখে নে । আমার নাম মোহাম্মদ আলী সিদ্দিকী । বিহারের সীতামারহি থাকি । #(অকথ্য ভাষা) তোরা কি ভেবেছিস? আরে আমি বিহারি, এক এক হিন্দুর মা’কে #(ছাপার অযোগ্য ভাষা) । আর যদি কখনো মুসলমানদের গালাগালি দিবি না #(অকথ্য ভাষা) । যদি মুসলমানরা ইচ্ছা করে তাহলে তোদের এক এক মাকে #(ছাপার অযোগ্য ভাষা) দেবে । মুসলমানকে কি তোরা দূর্বল ভেবেছিস শালে ?’
এরপর সে বলে,’দেখ,আমি আমার ঠিকানা তোদের বলেছি । আমি সীতামারহিতে থাকি । কোনো হিন্দুর যদি কিছু করার থাকে তো করে দেখা । আমি মোহাম্মদ আলী সিদ্দিকী বলছি,বুঝেছিস । #(অকথ্য ভাষা) হিন্দুস্থান তোর বাপের নয় । হিন্দুস্থান আমার খাজা মঈনুদ্দিন চিস্তির,বুঝেছিস? এই হিন্দুস্থান খাজার, তোর বাপের নয় । শালে,এখনো ভেবে দেখ,আমি সাচ্চা মুসলিম । আর তোদের হিন্দু বলাতে বা কাফের বলাতে কিছু যায় আসে না । আরে মোদী,যোগী শালে, কোনো এক সময়ে এদের বাবা ঠাকুরদার জন্ম হয়েছিল । তখন আমাদের বদলাতে পারেনি । শালে,মোদি-যোগী কি বদলাবে আমাদের ?’
যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি “এইদিন”। আদপেই ওই যুবকের নাম মোহাম্মদ আলী সিদ্দিকী বা সে বিহারের সীতামারহির বাসিন্দা কিনা তাও স্পষ্ট নয় । তবে ভিডিওটি অজিত ভারতী (Ajeet Bharti @ajeetbharti 19) নামে এক ইউজার্স রবিবার(১৮ মার্চ ২০২৩) রিটুইট করে লিখেছেন, ‘যদিও, আমি একটি পৃথক টুইটে এই ভিডিওটির জন্য বিহার পুলিশকে ট্যাগ করেছি, আমি দেখতে চাই @zoo_bear এটির সত্যতা যাচাই করতে পারে কিনা। আমি নিশ্চিত যে সে সীতামারহির নয় বরং দেওয়ারিয়ার (এবং তাই এটি বিভ্রান্তিকর) বলেও ধারণা নেবে না, তবুও আমি আমার সুযোগ নেব ।’।
বিশেষ দ্রষ্টব্য : সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ার আশঙ্কা ভিডিওটি এই প্রতিবেদনের সঙ্গে যোগ করা হয়নি । তবে যুবকের বক্তব্য হুবহু তুলে ধরা হয়েছে প্রতিবেদনে ।