এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৫ আগস্ট : টানা ৫ দিন ধরে আটকে রেখে বেলজিয়ামের পর্যটক তরুনীকে গনধর্ষণের ঘটনা ঘটেছে পাকিস্তানে । পরে ওই তরুনীকে হাত-পা বেঁধে ইসলামাবাদের রাস্তায় ফেলে রেখে দিয়ে যায় ধর্ষকরা । ইসলামাবাদের জি-৬ সেক্টর থেকে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ৷ তরুনীকে বুধবার (১৪ আগস্ট), যেদিন পাকিস্তান তাদের স্বাধীনতা উদযাপন করছিল সেদিন উদ্ধার করা হয় । এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ । ধৃত ব্যক্তির নাম তমিজউদ্দিন (Tameezuddin)।
জানা গেছে, ২৮ বছর বয়স্ক ওই মহিলার নাম স্টিনি সিলভা (Silvie Stina) । তিনি নিজেকে বেলজিয়ামের নাগরিক হিসেবে পরিচয় দেন এবং পুলিশকে জানান যে তিনি প্রায় ছয় মাস ধরে ইসলামাবাদে অবস্থান করছেন। তিনি বলেন, তিনি বেশ কিছুদিন ধরে একজন ব্যক্তির সঙ্গে বসবাস করছেন, ওই ব্যক্তি ও তার সঙ্গীরা তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেছে । মামলা নথিভুক্ত হওয়ার পর ওই নারীকে শারীরিক পরীক্ষা ও আঘাতের মেডিকেল রিপোর্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত তমিজউদ্দিনকে তার বাড়ি থেকে আটক করে ইসলামাবাদের আবপাড়া (Aabpara) থানার পুলিশ । যদিও সে নির্যাতিতার অভিযোগ অস্বীকার করেছে । জিজ্ঞাসাবাদের সময়, তমিজউদ্দিন দাবি করেছেন যে মহিলাটি মানসিকভাবে প্রতিবন্ধী, তার কাছে কোনও ব্যক্তিগত পরিচয় বা ভ্রমণের নথি নেই। তবে নির্যাতিতা তমিজউদ্দিনকে চিনতে পেরেছে এবং সেও ধর্ষণের সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছে। পরে তমিজউদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকেও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয় । পুলিশ নির্যাতিতার নথি খুঁজতে তমিজউদ্দিনের ঘরে তল্লাশিও চালায়।
পুলিশ ওই নারীর পরিচয় নিশ্চিত করতে বেলজিয়াম ও নেদারল্যান্ডসের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে। তবে বলা হয়েছে যে এমন একজন ব্যক্তির পাকিস্তানে ভ্রমণ করার বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই এবং তাদের নেদারল্যান্ডস মিশনে উল্লেখ করেছে যে এলাকাটি তরুনী তার জন্মস্থান বলে উল্লেখ করেছেন যেটি দুটি দেশের সীমান্তে অবস্থিত। পুলিশ বলছে, ওই নারী উর্দু ও ইংরেজিতে কথা বলেন এবং তার মানসিক অবস্থা ভালো ।কর্তৃপক্ষ যে হাসপাতালে ভিকটিমকে নিয়ে গেছে সেখানেই তমিজউদ্দিনের ডাক্তারি পরীক্ষা করাবে বলে জানা গেছে ।।