এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১২ নভেম্বর : দুই অসুস্থ মা পথ কুকুর ও তাদের ১০ শাবকের চিকিৎসা করে প্রাণ বাঁচালো পূর্ব বর্ধমান জেলার ভাতারের পশুপ্রেমী যুবক । জানা গেছে, ভাতারের সেলোপাড়ায় ওই দুই মা পথ কুকুর সম্প্রতি ৫ টি করে মোট ১০ টি শাবকের জন্ম দেয় । পথ কুকুর দুটি ঠিকমত খাবার না পাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিল । যেকারণে তাদের শাবকরাও ঠিকমত দুধ পাচ্ছিল না ।
ভাতারের মুরাতিপুরের পশুপ্রেমী যুবক শেখ আমির বলেন,’আজ রবিবার সেলোপাড়ার বাসিন্দা জনৈক এক ব্যক্তি আমায় ফোনে বিষয়টি জানান । খবর পেয়ে আমি সেখানে গিয়ে দেখি মা পথ কুকুর দুটি খাবার না পেয়ে খুব দুর্বল হয়ে পড়েছে । তাদের শাবকরা ঠিকমত দুধ না পেয়ে তারাও খুব দুর্বল হয়ে গেছে । তার মধ্যে দুটি শাবকের শরীরে গভীর ক্ষত ছিল । ক্ষতস্থানে পোকা হয়েছিল ।’
জানা গেছে,জখম শাবক দুটির ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে আসেন শেখ আমির । সঙ্গে নিয়ে যাওয়া বিস্কুট ও দুধ কুকুরগুলিকে খেতে দেন তিনি । পাশাপাশি তিনি কুকুরগুলিকে প্রতিদিন কিছু খাবার খেতে দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন জানান । আমির বলেন, ‘এখন কুকুরের প্রজননের সময় । তাই এলাকার প্রত্যেক মানুষের কাছে আমি হাত জোড় করে আবেদন করব যে তারা যেন প্রতিদিন মা কুকুরদের কিছু খেতে দেন । তাতে শাবক কুকুরগুলিও ঠিকমত দুধ পাবে ও প্রাণে বেঁচে যাবে ।’।