এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২১ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নর্জার কাগজকল চত্বরে কাজ করার সময় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল একজন মহিলা শ্রমিকের । মৃতা মহিলাকে ভাতার থানার এওড়া গ্রামের বাগানপাড়ার বাসিন্দা রীণা মাড্ডি (৩৬) বলে চিহ্নিত করেছে পুলিশ । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ রবিবার বিকেল নাগাদ কারখানা চত্বরে ঝাঁট দিচ্ছিলে রীণা । সেই সময় তার পিছন দিক থেকে একটা লরি এসে ধাক্কা দেয় । তিনি নিচে পড়ে গেলে লরির চাকায় পিষ্ট হয়ে যান । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
জানা গেছে, রীণা মাড্ডির স্বামী কবিরাজ মাড্ডি শারীরিক প্রতিবন্ধী । তাদের এক ছেলে ও এক মেয়ে । বছর ছয়েক আগে নর্জায় ওই কাগজকলে শ্রমিকের কাজে যোগ দেন রীণা । মূলত তার উপার্জনেই চারজনের সংসার কোনো রকমে চলত । কিন্তু তার আকস্মিক মৃত্যুতে দুই নাবালক সন্তানকে নিয়ে পথে বসেছেন তার স্বামী । স্থানীয়দের দাবি ওই অসহায় পরিবারটিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিক কাগজকল কর্তৃপক্ষ । পাশাপাশি পরিবারটিকে সরকারিভাবে সহায়তার ব্যবস্থা করে দেওয়ার জন্য শাসকদলের কাছে আর্জি জানিয়েছেন তারা ।।