এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৯ মে : প্রতিদিনের মতই প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন এক মহিলা । কিন্তু বাড়ির সামনে রাস্তাতে উঠতেই বাইক আরোহী দুই ছিনতাইবাজের কবলে পড়েন তিনি । মহিলার গলায় থাকা সোনার হারটি ছিনিয়ে নেওয়ার পর তাঁকে ঠেলে ফেলে দিয়ে চম্পট দেয় ছিনতাইবাজরা । শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর এলাকায় । এই ঘটনায় অল্পবিস্তর আহত হয়েছেন মালা লো নামে ওই মহিলা । ঘটনার পর মহিলার তরফ থেকে এনিয়ে বিষ্ণুপুর থাকায় অভিযোগ দায়ের করা হয়েছে । ছিনতাইবাজদের সন্ধান চালাচ্ছে পুলিশ । এদিকে সাতসকালেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।
জানা গেছে,বিষ্ণুপুর শহরের ঝাপোরমোড় সংলগ্ন গোয়ানালায় বাড়ি মালা লো নামে ওই মহিলার । তাঁর স্বামী কৃষ্ণচন্দ্র লো সেনাবিভাগে কর্মরত ছিলেন । সেখানে অবসর নেওয়ার পর বর্তমানে মড়ার প্রাথমিক স্কুলের শিক্ষকতা করছেন তিনি । মালা লো বলেন, ‘প্রতিদিনের মত এদিন সকালেও আমি প্রাতঃভ্রমনে বেড়িয়েছিলাম । বাড়ি থেকে বেড়িয়ে মূল রাস্তায় উঠতেই একটি মোটর বাইকে চেপে দুই যুবক আমার কিছুটা পাশে এসে দাঁড়ায় । তাঁরা একজনের বাড়ির খোঁজ করার অছিলায় আমার সঙ্গে কথা বলতে শুরু করে । কিন্তু আমি কিছু বলার আগেই ওদের মধ্যে একজন আচমকা আমার গলায় থাকা এক ভরি ওজনের সোনার হারটা টেনে ছিঁড়ে নেয় । তারপর আমাকে ধাক্কা দিয়ে রাস্তার উপর ফেলে দিয়ে পালিয়ে যায় । তার ফলে আমি কোমরে ও হাতে আঘাত পাই ।’
জানা গেছে,ওই মহিলার চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে । তাঁরা মহিলাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায় । পরে মহিলার তরফ থেকে এনিয়ে বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ।
মহিলার স্বামী কৃষ্ণচন্দ্র লোর কথায়, ‘বিগত প্রায় ৬ বছর ধরে আমরা বিষ্ণুপুর শহরে বসবাস করছি । কিন্তু এই ধরনের ঘটনা কখনও ঘটেনি । এদিন সাতসকালেই বাড়ির সামনে যা ঘটল তাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছি ।’ পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুষ্কৃতিদের সন্ধানে তল্লাশি চলছে ।।