এইদিন ওয়েবডেস্ক,দাভানগেরে,০৬ ডিসেম্বর : প্রতিপালন করতে অসমর্থ হয়ে দুটি রটওয়েলার কুকুরকে রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়েছিল কোনো ব্যক্তি । রাতে কাজ সেরে ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এক মহিলা৷ সেই সময় হিংস্র কুকুর দুটি তার উপর মারাত্মক আক্রমণ চালায় । মহিলাকে কার্যত ছিঁড়ে খায় কুকুর দুটি । পরে গুরুতর আহত অনিতা নামে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু শেষরক্ষা হয়নি৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে কর্ণাটকের দাভানগেরের হোন্নুর গোল্লারাহাট্টি গ্রামে ৪৮ নম্বর জাতীয় সড়কে। কুকুর দুটিকে খেতে দিতে না পেরে গোল্লারাহাট্টি ক্রসের কাছে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল কেউ । যার জেরে মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হল ওই মহিলাকে ।
এদিকে জানা গেছে যে পাঁচ বছর আগে অনিতার স্বামী মারা গেছেন । তাদের তিন নাবালক সন্তান রয়েছে । এখন অনিতাও মারা যাওয়ায় তার সন্তানরা অনাথ হয়ে গেছে৷ এদিকে কুকুরের আক্রমণে গ্রামবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশেষে, গ্রামবাসীরা দুটি কুকুরকে ধরে ফেলতে সক্ষম হয়।।

