এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৯ ফেব্রুয়ারী : এক মহিলাকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান । হতভাগ্য মহিলার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ আনা হয়েছিল । নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআরএনজিও) গ্রুপ জানিয়েছে যে ৪১ বছর বয়সী হাজর আতাবাকি নামে ওই মহিলাকে গত ২০ জানুয়ারী অত্যন্ত গোপনে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। আইএইচআরএনজিও একটি ওয়াকিবহাল সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে যে আতাবাকি এক সন্তানের মা এবং ২০১৮ সালে তার স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। প্রায় আড়াই বছর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল ।
আইএইচআরএনজিওর মতে, চলতি বছরের শুরু থেকে ইরানে এটি দ্বিতীয় নিশ্চিত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সংস্থাটি বলেছে যে ২০১০ সাল থেকে সারা দেশে অন্তত ২১২ জন মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে । তার মধ্যে কুর্দি তরুনী মাহাসা আমিনির হত্যাকাণ্ডে প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণকারী মহিলাদের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান ।।