শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৬ অক্টোবর : বছর ৫৩ এর এক মহিলারা মৃগী রোগে ছিল ৷ দুপুরে খাওয়া দাওয়া সেরে বাড়ির পাশে পুকুরে বাসন ধুতে গিয়েছিলেন তিনি । সেই সময় মৃগী রোগের উপসর্গ দেখা দেয় । মুখ থুবরে পড়েন পুকুরের জলে । আর তিনি জল থেকে উঠতে পারেননি । পরে পরিবারের লোকজনের যখন নজরে পড়ে,তার আগেই মৃত্যু হয় ওই মহিলার । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার ধান্যখেড়ুর গ্রামে । মৃতার নাম পূর্ণিমা দেহেরি (Purnima Deheri)। আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ।
জানা গেছে,পূর্ণিমা দেহেরি খেতমজুরের কাজ করতেন ৷ বাড়িতে রয়েছেন তাঁর স্বামী । পূর্ণিমাদেবীর স্বামীও পেশায় খেতমজুর । এদিন দুপুরে স্বামী স্ত্রী মিলে মাঠে কাজ থেকে ফিরে একসাথে দুপুরের খাবার খান । পরে বাসনপত্র বাড়ির পাশের পুকুরে ধুতে চলে যান । মৃতার ভাসুরপো কচি দেহেরি বলেন, ‘অনেকক্ষণ ধরে কাকিমা ফিরছে না দেখে আমার স্ত্রী কাকিমাকে খুঁজতে চলে যায় । তখন পুকুরের ঘাটে জলের উপর কাকিমাকে মুখ থুবরে পড়ে থাকতে দেখে । আমার স্ত্রীর চিৎকার শুনে আমরা পুকুর ঘাটে যাই । কাকীমাকে তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই । কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেছে ।’ তিনি বলেন,’কাকীমার মৃগী রোগ ছিল । সেই কারনে আমরা সকলে তাঁকে নজরে নজরে রাখতাম । কিন্তু আজ যে এতবড় অঘটন ঘটে যাবে, তা আমরা কল্পনাও করিনি।’।