এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ নভেম্বর : স্কুটিতে চড়ে বাপের বাড়ি যাওয়ার সময় ট্রাক্ট্ররের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বধূর। আজ সোমবার সাত সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া হাসপাতাল মোড় এলাকায়। মৃত বধূর নাম আমিনা খাতুন(২৫) । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
জানা গেছে,আমিনা খাতুনের শ্বশুরবাড়ি পুখুরিয়া থানার পীরগঞ্জ অঞ্চলের সাতমারা গ্রামে । তার বাপের বাড়ি চাঁচল থানার কাশিমপুর বাবুপাড়া এলাকায়। আজ সকালে একাই স্কুটিতে চড়ে সাতমারা গ্রাম থেকে বাবুপাড়ায় যাচ্ছিলেন আমিনা খাতুন। সকাল প্রায় ৬ টা নাগাদ তিনি রতুয়া হাসপাতাল মোড়ে আসতেই পিছন থেকে একটি মোটরভ্যান তার স্কুটিতে ধাক্কা দেয় । স্কুটিসহ রাস্তার উপর ছিটকে পড়েন আমিনা । ঠিক সেই সময় বাহাড়াল থেকে রতুয়াগামী একটি ট্রাক্টর তাকে পিষে দেয় । ট্রাক্ট্রর ফেলে চম্পট দেয় চালক । পালিয়ে যায় মোটরভ্যান চালকও । এদিকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিনার । খবর পেয়ে রতুয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় । পুলিশ ঘাতক ট্রাক্টরটি ও মোটরভ্যানটি আটক করেছে ।।
Author : Eidin.

