এইদিন বিনোদন ডেস্ক,০৮ সেপ্টেম্বর : ১৯৪৬ সালের ১৬ আগস্ট মুসলিম লীগের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘোষিত “ডাইরেক্ট অ্যাকশন ডে”-এর নামে কলকাতায় এবং ওই বছর বাংলাদেশের নোয়াখালীতে মুসলিমরা যে হিন্দু নরসংহার চালায়, তার উপর বহুভাষীক ছবি “দ্য বেঙ্গল ফাইলস” তৈরি করেছেন প্রখ্যাত বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অঘোষিত ভাবে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করায় এরাজ্যের দর্শকরা ছবিটি দেখা থেকে বঞ্চিত হচ্ছেন । তবে অনান্য রাজ্যে ছবিটি প্রদর্শিত হচ্ছে এবং দর্শকরা এর ভুয়সী প্রশংসা করছেন । একজন মহিলা ছবিটি দেখার পর এতটাই শিহরিত হয়ে পড়েন যে পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন৷ তিনি স্বাধীনতা উত্তর অবিভক্ত বাংলায় চলা হিন্দু নরসংহারের বাস্তব চিত্র তুলে ধরার জন্য পরিচালককে ধন্যবাদও জানান ।
সেই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী৷ তিনি লিখেছেন, ‘আজ আমরা জুহু পিভিআর-এর একটি রাতের শোতে হঠাৎ করেই গিয়েছিলাম। অনেক বাঙালিকে কাশ্মীরিদের মতোই তাদের কষ্ট ভাগ করে নিতে দেখে আমার হৃদয় ভেঙে যায়। দ্য বেঙ্গল ফাইলস হিন্দু গণহত্যার এক প্রজন্মের যন্ত্রণার কথা তুলে ধরছে।’
কিন্তু অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশী, দর্শন কুমার এবং বাংলার সৌরভ দাস অভিনীত ‘দ্য বেঙ্গল ফাইলস’, সাম্প্রতিক অন্যান্য মুক্তিপ্রাপ্ত ছবিগুলির তুলনায় বেশ খারাপ ব্যবসা করেছে। গত শুক্রবার মুক্তির পর ছবিটি মাত্র প্রায় ১.৭৫ কোটির ব্যাবসা করেছে । উইকএন্ডে অর্থাৎ শনি ও রবিবার মিলে প্রথম তিনদিনে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ঝুলিতে এল প্রায় ৬.৬৫ কোটি টাকা । যা এক অর্থে হতাশাজনক ব্যবসা । বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রথম দিনেই ৩.৫৫ কোটি আয় করেছিল। যা ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ওপেনিং ডে-র আয়ের দ্বিগুণ। দ্বিতীয় দিনে ৮.৫০ কোটি এবং তৃতীয় দিনে ১৫ কোটি আয় করেছিল। যেখানে দ্য বেঙ্গল ফাইলস-এর তুলনায় যথাক্রমে তিনগুণ ও ছয়গুণ বেশি।।
.

