এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১১ জানুয়ারী : বাসের জানালার পাশে বসেছিলেন মহিলা । তাঁর ডান হাতটি ছিল জানালার বাইরে । সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান বাসের গা ঘেঁষে গেলে মহিলার হাতটি মাঝে পড়ে যায় । পিক আপ ভ্যানের ধাক্কায় মহিলার হাতটি কার্যত থেঁতলে যায় । সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে কাটোয়া থানার শ্রীখন্ডের কাছে । আহত মহিলার নাম রাধা ডোম(৫৫) । বর্তমানে তিনি বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় সূত্রে জানা গেছে,রাধা ডোমের বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নাগড়া শ্মশানঘাট এলাকায় । এদিন নাতি সুমিতকে সঙ্গে নিয়ে তিনি বাসে চড়ে বর্ধমান যাচ্ছিলেন । বাসের ডান দিকের একটা সিটে বসেছিলেন রাধাদেবী ও তাঁর নাতি । জানালার ধারে বসেছিলেন ওই মহিলা । ওই মহিলা তাঁর ডানহাতটি জানালার ওপরেই রেখে দিয়েছিলেন । এদিকে বাসটি শ্রীখন্ড বাসস্ট্যান্ডের কাছাকাছি আসতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বাসের গা ঘেঁষে চলে যায় । পিক আপ ভ্যানের ধাক্কায় রাধাদেবীর হাতটির কনুই থেকে কার্যত ঝুলে যায় । প্রচুর রক্তক্ষরন হয় । সঙ্গে সঙ্গে বাসটি দাঁড়িয়ে যায় । এরপর কাটোয়াগামী একটি অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু অবস্থার অবনতি হলে বিকেল নাগাদ তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।।