এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৮ সেপ্টেম্বর : পরকীয়া সম্পর্কের জেরে মালদা জেলার চাঁচল থানার গোরখপুরে এক যুবকের শিরোচ্ছেদ করে করে খুনের ঘটনার ৩৭ দিনের মাথায় গ্রেপ্তার এক মহিলা ও তার দুই ভাই । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সেবিনা খাতুন,সানাউল্লাহ ও ফিরাজুল আলি । সানাউল্লাহ ও ফিরাজুল হল সেবিনার ভাই । আজ সোমবার ধৃতদের আদালতে তোলা হলে সকলকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।
জানা গেছে,মৃত যুবক হল চাঁচল-২ ব্লকের ভাকরি অঞ্চলের গোরখপুরের বাসিন্দা নাহারুল হক। গত ৩০শে জুলাই পেশায় পরিযায়ী শ্রমিক নাহারুলের শিরোচ্ছেদ করা দেহ উদ্ধার হয় গ্রামের একটি বাঁশ বাগান থেকে । মৃতের ফোনের কল লিস্ট যাচাই করে প্রতিবেশী এক মহিলার নাম জানতে পেরেছিল পরিবারের লোকজন । আর তখনই পরকীয়ার সম্পর্কের বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধে । মৃত নাহারুল হকের বাবা হাফিজুল হক সেবিনা খাতুনসহ মোট পাঁচজনের নামে এফআইআর রজু করে । তারপর অভিযুক্তদের সন্ধান চালাতে শুরু করে পুলিশ ।
জানা গেছে, হত্যাকাণ্ডের পর সেবিনা খাতুন গুজরাটে গা ঢাকা দিয়েছিল । আর তার দুই ভাই আত্মগোপন করেছিল রতুয়া থানার গোবরাহাটে ৷ এদিকে সেবিনার বাড়ি ফেরার খবর পেয়ে পুলিশ তাকে শনিবার সকালে সামসি স্টেশনের অদুরে বাইপাস থেকে পাকড়াও করে । পরের দিন রবিবার তার দুই ভাই সানাউল্লাহ ও ফিরাজুলকে গোবরাহাট থেকে গ্রেপ্তার করে । অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার ।।

