• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কালিয়াগঞ্জ কাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার গণধর্ষনেয় শিকার এই রাজ্যের এক বিধবা, গ্রেফতার ২

Eidin by Eidin
April 24, 2023
in রাজ্যের খবর
কালিয়াগঞ্জ কাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার গণধর্ষনেয় শিকার এই রাজ্যের এক বিধবা, গ্রেফতার ২
আদালতের পথে ধৃত দুই ধর্ষক । জামালপুর । সোমবার ।
8
SHARES
113
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ এপ্রিল : উত্তরবঙ্গের কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি । নাবালিকর মৃত্যুর তদন্ত নিয়ে কেন্দ্র ও রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের মধ্যে সংঘাতও এখন চরমে পৌচেছে । এই অবস্থার মধ্যেই এবার এক বিধবাকে গণধর্ষণের অভিযোগ উঠলো এই রাজ্যে । এবারে ঘটনাস্থল পূর্ব বর্ধমানের জামালপুর । রাতে বাড়িতে চড়াও হয়ে বিধবাকে গণধর্ষণের অভিযোগে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জামালপুরের বাহাদুরপুর গ্রামে।তবে এইক্ষেত্রে পুলিশ অভিযোগ পাবার সাথে সাথেই অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে । আর পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়াতেই কালিয়াগঞ্জের মত কোন ক্ষোভ বিক্ষোভ ছড়ায়নি বাহাদুরপুর গ্রামে । তবে বিধবাকে গণধর্ষনের ঘটনা নিয়ে বিরোধীরা যে আন্দোলনে নামতে চলেছে তার ইঙ্গিত তাদের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে ।
পুলিশ জানিয়েছে, বিধবাকে গণধর্ষনের ঘটনায় ধৃতরা হল মহম্মদ সুরজ ওরফে রাজা ও রাজু ক্ষেত্রপাল । দু’জনেরই বাড়ি বাহাদুরপুর গ্রামে। অভিযোগকরী নির্যতিতা একই গ্রামের বাসিন্দা। পুলিশ গণধর্ষণের ধারায় মামলা রুজু করে দুই ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করে ।
রবিবার মেডিকেল পরীক্ষা করানোর পর এদিন গোপন জবানবন্দি পেশের জন্য নির্যাতিতাকে বর্ধমান আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করানো হয় ।তদন্তের প্রয়োজনে ধৃতদের ৩ দিন পুলিশি হেপাজতে নিতে চেয়ে এদিন আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,নির্যাতিতা
মহিলা জামালপুরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ।
অল্প বয়সেই তিনি বিধবা হয়েছেন । লিখিত অভিযোগে নির্জাতিতা পুলিশকে জানিয়েছেন,কর্মসূত্রে তাঁর দুই ছেলে বাইরে থাকে । সেই কারণে বাড়িতে তিনি একাই থাকেন।তারই সূযোগ নেয় গ্রামের দুই যুবক মহম্মদ সুরজ ও রাজু ক্ষেত্রপাল। ।মহিলার অভিযোগ, শনিবার রাত ১১ টা নাগাদ তিনি যখন ঘরে ঘুমাচ্ছিলেন সেই সময়ে তাঁর বাড়িতে চড়াও হয় সুরজ ও রাজু । তারপর ওই দুই যুবক মিলে তাঁকে ধর্ষণ করে । কোনরকমে যুবকদের কবল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। তখনই দুই যুবক পালিয়ে যায় । পরদিন ঘটনা সবিস্তার উল্লেখ করে মহিলা অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন।
কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে তোলপাড় চলার মাঝেই এমন অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে জামালপুর থানার পুলিশ । গণধর্ষনের ধারায় মামলা রুজু করে পুলিশ দুই অভিযুক্তের খোঁজে নেমে পড়ে । খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে অভিযুক্ত দুই যুবক এলাকা ছেড়ে হুগলীর জেলার খানাকুলে গা’ঢাকা দিয়েছে । যুবকরা যে দক্ষিণ ভারতে পালানোর চেষ্টা চালাচ্ছে সেই খবরও পুলিশের কাছে পৌছায় । এর পর রবিবার রাতে জামালপুর থানার পুলিশের একটি দল খানাকুলে পৌছে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে। পুলিশের দাবি ,বিধবাকে গণধর্ষণে জড়িত থাকার কথা ধৃত দুই যুবক স্বীকার করেছে। হেপাজতে নেওয়া দুই যুবকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনঃনির্মাণ করা হবে বলে জামালপুর থানার পুলিশ কর্তা জানিয়েছেন।
এদিকে পঞ্চায়েত ভোটের মুখে এই গণধর্ষণের ঘটনা নিয়ে ইতিমধ্যেই জামালপুরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।সিপিআইএম জামালপুর-১ এরিয়া কমিটির সম্পাদক সুকুমার মিত্র বলেন,’তৃণমূল সরকারের রাজত্বে গণধর্ষন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।কামদুনি,ও পার্কস্ট্রিট গণধর্ষন কাণ্ড দিয়ে শুরু । এখনও এই রাজ্যের কোথাও না কোথাও গণধর্ষনের ঘটনার ঘটেই চলেছে।সম্প্রতি কালিয়াগঞ্জে যে ঘটনা ঘটেছে তা আরো মর্মান্তিক ।’আর সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ-সভানেত্রী ভারতী ঘোষাল বলেন,’বামফ্রন্টের রাজত্বে মহিলাদের নিরাপত্তা ছিল। মহিলারা আত্মমর্যাদা নিয়ে থাকতে পারতেন।মেয়েরা স্বাধীন ভাবে ঘোরা ফেরা ও লেখাপড়া চালিয়ে যেতে পারতো। আর এখন মহিলাদের নিরাপত্তা শিকেয় উঠেছে।’ভারতী ঘোষাল জানিয়ে দেন,মঙ্গলবার বাহাদুরপুর গ্রামে গিয়ে নির্যাতিতার সঙ্গে তাঁরা দেখা করে ঘটনা বৃত্তান্ত জানবেন । মহিলার সুরক্ষার বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গেও কথা বলবেন । ডেপুটেশনও দেবেন।এরপর ২৭ এপ্রিল গণতান্ত্রিক মহিলার সদস্যরা বাহাদুরপুরের ঘটনা নিয়ে পথে নেমে প্রতিবাদ জানাবেন ।
বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পিন্টু সাম বাহাদুরপুরের ঘটনার তীব্র নিন্দা করে বলেন,
‘মহিলাদের নিরাপ্তা দিতে ব্যর্থ এই রাজ্যের সরকার, পুলিশ ও প্রশাসন । তাই এখন পশ্চিমবাংলায় নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। মঙ্গলবার রজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জামালপুরের সভায় যোগ দিয়ে বাহদুরপুরের গণধর্ষনের ঘটনা নিয়ে প্রশাসনকে যা জানানোর জানিয়ে দেবেন ।’।

Previous Post

শ্রীনগরে হিজবুল মুজাহিদীনের প্রধানের ছেলের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ

Next Post

অভিষেকের জনসংযোগ যাত্রার আগেই তৃণমূলকে হোয়াইটওয়াশ করে দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তরুণ বাম ব্রিগেড

Next Post
অভিষেকের জনসংযোগ যাত্রার আগেই তৃণমূলকে হোয়াইটওয়াশ করে দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তরুণ বাম ব্রিগেড

অভিষেকের জনসংযোগ যাত্রার আগেই তৃণমূলকে হোয়াইটওয়াশ করে দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তরুণ বাম ব্রিগেড

No Result
View All Result

Recent Posts

  • আইনজীবী আলিফ হত্যার মিথ্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জন অভিযুক্তের বিচার শুরু
  • নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হার, রোহিত শর্মার ‘খারাপ ফর্ম’ সত্ত্বেও পাশে দাঁড়ালেন শুভমান গিল 
  • কিশতোয়ারে পাকিস্তানি সন্ত্রাসী ও সেনার তুমুল গুলির লড়াই, সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডে আহত ৮ সেনা জওয়ান  
  • আফগান নারীদের বিরুদ্ধে তালিবানের মানবাধিকার লঙ্ঘন রোধ করার আহ্বান জানানো গায়িকাকে জবাবে ট্রাম্প বলেছেন : “পরোপকার করতে গিয়ে আমরা ঠকেছি” 
  • একজন মুসলিমের “অজু” করা ‘ভুল’, কিন্তু হিন্দুর যোগব্যায়াম করা ‘অপরাধ’: পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের ‘সেকুলার’ শিখ সংগঠনের দ্বিচারিতা উন্মোচিত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.