এইদিন ওয়েবডেস্ক,দিনহাটা,১৩ জানুয়ারী : নরমাংস খাওয়ার লোভে ভবঘুরে উন্মাদকে গলা কেটে খুন করা ঘাতককে গ্রেপ্তার করেছে কোচবিহারের হিনহাটার নয়ারহাট ফাঁড়ির পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ফিরদৌস আলম । ধৃতকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ।
শনিবার (১০ জানুয়ারী) বিকেলে দিনহাটার সীমান্ত এলাকা কুর্শাহাটের ভোনাথপুর এলাকায় এক অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ভবঘুরের গলাকাটা দেহ উদ্ধার হয় । এই নৃশংস খুনের ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সূত্র ধরে নয়ারহাট ফাঁড়ির পুলিশ ফিরদৌস আলম নামে ওই যুবককে গ্রেপ্তার করে। এসডিপিও ধীমান মিত্র জানান,প্রথমে খুনের কারন নিয়ে ধন্দ্ব থাকলেও ধৃতকে জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । ধৃত ফিরদৌস আলম জানায় যে সে নরমাংস খাওয়ার লোভেই ওই মানসিক ভারসাম্যহীন ভবঘুরেকে খুন করেছিল । কাটার জন্য ভবঘুরের দেহ একটি স্থানীয় কলপারে ধুয়েছিল সে । ঘটনাটি ‘বিরলতম’ হিসাবে অবিহিত করে তিনি বলেছেন,’অভিযুক্তের মানসিক অসুস্থতার কোনও নথি পাওয়া না গেলেও, সে নেশায় আসক্ত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।’
এদিকে এই ভয়ংকর ঘটনা প্রকাশ্যে আসতেই কুর্শাহাটের ভোনাথপুর এলাকার বাসিন্দারা একদিকে যেমন হতবাক হয়ে গেছে,পাশাপাশি তারা ব্যাপক আতঙ্কিত । গতকালই ধৃত ফিরদৌস আলমকে আদালতে তুলে তাকে চার দিনের জন্য নিজেদের হেপাজতে নিয়েছে পুলিশ । পুলিশ এখন খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ।।

