এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২০ অক্টোবর : দূষণবিহীন দীপাবলি উদযাপনের বার্তা দিতে আলপনা এবং রঙ্গোলী প্রতিযোগিতার আয়োজন করল বর্ধমান শহরের স্বেচ্ছাসেবী সংস্থা “মিলিত প্রয়াস” । অনান্য বছরের মত এবারেও বর্ধমান শহরের রাধাবল্লভ জিও মন্দিরে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার । মূলত এলাকার কিশোরীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান ১৪ জন বিভিন্ন বয়সের মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমানের প্রখ্যাত চিত্রশিল্পী প্রদ্যুৎ কুমার পাল ও দেবজ্যোতি মন্ডল। প্রতিযোগিতার শেষে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রত্যেক প্রতিযোগীর হাতে আলোর উৎসবে মেতে ওঠার জন্য মাটির প্রদীপ তুলে দেওয়া হয়।

মাটির প্রদীপের ব্যবহার বাড়াতে এবং মৃৎশিল্পকে তুলে ধরতে এই অনুষ্ঠানের শেষে পথ চলতি বিভিন্ন মানুষের হাতেও কয়েকটি করে মাটির প্রদীপ তুলে দেওয়া হয় বলে জানান প্রতনু রক্ষিত । এই অভিনব প্রতিযোগিতায় সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।।

