এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,২৯ এপ্রিল : দুই স্কুলের পড়ুয়াদের অবিভাবকদের নিয়ে বাল্যবিবাহ রোধ, মহিলাদের স্বাস্থ্য ও স্বনির্ভরতা বিষয়ক সেমিনারের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন । মিলিত প্রয়াস (Milito Prayas) নামে ওই সংগঠনের উদ্যোগে তেজগঞ্জ জিএসএফপি স্কুল এবং আজির বাগান জিএসএফপি স্কুলে অভিভাবিকাদের নিয়ে এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয় । সেমিনারে উপস্থিত ছিলেন দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহশিক্ষক শিক্ষিকারা।
সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান দুই স্কুলে মোট দুই শতাধিক অভিভাবিকারা এই সেমিনারে উপস্থিত হয়েছিলেন। তিনি আরো জানান আজির বাগান, বাঁধপার ,সদরঘাট এলাকায় কাজ করার সময় অনেক বাল্যবিবাহ সম্পর্কিত ঘটনা চোখে পড়ায় এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও মহিলাদের স্বাস্থ্য ভালো রাখার উপায় এবং তাদের কিভাবে তাদের স্বনির্ভর করে তোলা যায়, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সংস্থার অন্যতম সদস্যা অনুষ্কা তেওয়ারি বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সংস্থার সভাপতি উত্তম কুমার সাহা বলেন, ‘ভবিষ্যতেও বিভিন্ন বিদ্যালয়ে এই ধরনের সেমিনারের আয়োজন করা হবে।’ এই ধরনের সেমিনারে উপস্থিত থাকতে পেরে অভিভাবিকারা যথেষ্ট খুশি ।।