দিব্যেন্দু রায়,বর্ধমান,০৯ আগস্ট : রাখীবন্ধন উৎসব হল হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনের মধ্যে পবিত্র সম্পর্কের প্রতীক । এই দিনটিতে দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে উদযপন করে ৷ অন্যদিকে ভাই বা দাদারা তাদের দিদি বা বোনেদের সুরক্ষার আশ্বাস দেয় । তবে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসব সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার ডাক দিতে রাখীবন্ধন উৎসবের প্রচলন করেছিলেন । তারপর থেকে ‘রাখি বন্ধন’ বা ‘রক্ষা বন্ধন’ উৎসব আজ সার্বজনীন রূপ নিয়েছে । আজ শনিবার(৯ আগস্ট) এই পবিত্র দিনটি পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ সহ দেশ বিদেশের বাঙালী সম্প্রদায়ের মানুষদের মধ্যে ।
এদিকে এই বিশেষ দিনটি অভিনভাবে পালন করল বর্ধমান শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন । পরিবেশ রক্ষার বার্তা দিতে ‘মিলিত প্রয়াস’ নামে ওই পরিবেশপ্রেমী সংগঠনটি দুঃস্থ শিশুদের হাত দিয়ে গাছে রাখি পরিয়ে গাছ রক্ষার বার্তা দিল । আজ শনিবার সকালে সদরঘাট বংপুর চাষীমানার বেশ কিছু সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সংস্থার সদস্যরা উপস্থিত হন । শিশুদের হাতে তারা রাখি তুলে দেন । প্রথমে শিশুরা নিজেদের মধ্যে একে অপরকে রাখি পরায় । তারপর এলাকার গাছগুলিতে রাখি পরিয়ে গাছ বাঁচানোর বার্তা দেয় তারা ।
সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান, রাখি হল বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের প্রতীক । রাখি উৎসবের মাধ্যমে যেমন মানবতার বন্ধন দৃঢ় হয় ঠিক তেমনি গাছের সাথে মানুষের জীবনের বন্ধনও যাতে অটুট থাকে তার জন্যই এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে এই অঞ্চলে আমরা বিগত চার বছর থেকে বৃক্ষরোপণ করে আসছি । আগে রোপিত গাছের চারাগুলি আজ অনেকটাই বড় হয়েছে। ভবিষ্যতে তাদের সংরক্ষণ দায়িত্বের বন্ধনকে শক্ত করতে শিশুরা বৃক্ষের কান্ডে রাখি পড়িয়েছে ও তাদের দেখভাল করার শপথ নিয়েছে ।
সংস্থার সহ সভাপতি অশোক কুমার সরকার বলেন, শ্রাবন্তী বারিকর তত্ত্বাবধানে অন্যান্য শিশুরা একত্রিত হয়ে নিজেদের হাতে এই রাখিগুলি প্রস্তুত করেছে।
আজ রাখি বন্ধন উৎসব নিয়ে শিশুদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এইরকম অভিনব উদ্যোগ দেখে এলাকাবাসী মুকেশ চৌধুরী, পীরু গাইন সহ অন্যান্য এলাকাবাসীরা সংস্থার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।।