এইদিন ওয়েবডেস্ক,গোরখপুর,২৮ নভেম্বর : তীব্র বিরোধিতা সত্ত্বেও সার্বজনিক স্থলে নামাজ পড়া কিছুতেই আটকানো যাচ্ছে না । ইতিপূর্বে ডিপার্টমেন্টাল স্টোর,সড়ক পথ,এমনকি অনান্য যাত্রীদের অসুবিধা করে ভিড়ে ঠাসা ট্রেনের ভিতরেও নামাজ পড়তে দেখা গেছে । ফের একবার রেলস্টেশনের ভিতরে এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখা গেল । এবারের ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোরখপুর রেলস্টেশন । ওই মুসলিম ব্যক্তির নামাজ পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । মিশ্র অনন্যা নামে এক টুইটার ইউজার্স ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘গোরক্ষপুর রেলস্টেশনে নামাজ পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে, এক নম্বর প্ল্যাটফর্মে এসি ওয়েটিং হলের কাছে একজন টুপি-পরা যাত্রীকে নামাজ পড়তে দেখা যাচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্তে নামে আরপিএফ ।’
ওপি ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, গোরখপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ক্যাব-ওয়ে গেটের কাছে প্রথম শ্রেণির টিকিট কাউন্টারের সামনে বসে নামাজ পড়ছিল ওই মধ্যবয়সী ব্যক্তি । রেলযাত্রীরা প্রতিবাদ করলে সে যুক্তি দেখায় আসপাশে কোনো মসজিদ নেই,এদিকে ট্রেনের সময়ও হয়ে গেছে । তাই সে প্লাটফর্মেই নামাজ পড়ছে । আরপিএফের ইনচার্জ ইন্সপেক্টর রাজেশ কুমার সিনহা জানিয়েছেন,সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিতকরণের চেষ্টা চলছে । কিন্তু সেই সময় রেলস্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা রেলপুলিশের নজর এড়িয়ে কিভাবে ওই ব্যক্তি প্লাটফর্মে নামাজ পড়ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে ।
তবে এই প্রথম নয়,ইতিপূর্বেও উত্তরপ্রদেশে একই ঘটনা ঘটতে দেখা গেছে । ভিড়ে ঠাসা সত্যাগ্রহ এক্সপ্রেসের একটি স্লিপার কোচের ভিতরে পলিথিন বিছিয়ে নামাজ পড়তে দেখা গিয়েছিল চার মুসলিম ব্যক্তিকে । ঘটনাটি গত ২০ অক্টোবরের । তাদের পাহাড়া দিচ্ছিল আরও এক মুসলিম ব্যক্তি । যাত্রীরা ট্রেনের ভিতরে ঢোকার চেষ্টা করলে সে ধমক দিয়ে তাদের আটকে দেয় । উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক দেবলাল ভারতী ওই ট্রেনে ভ্রমণ করছিলেন । নামাজ পড়ার দৃশ্য তিনি নিজের মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং করে রাখেন । তিনি জানিয়েছিলেন, নামাজ পড়ার কারনে তাঁকে এতটাই অসুবিধার মুখে পড়তে হয়েছিল যে বাধ্য হয়ে তাঁকে কামরা পরিবর্তন করতে হয় ।।