এইদিন ওয়েবডেস্ক,পাটনা,২৬ মে : বিহারের রাজধানী পাটনার একটি সরকারি স্কুলের শিক্ষিকাদের তুমুল মারামারির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা গেছে, কোনো বিষয় নিয়ে স্কুলের ক্লাসরুমের ভিতরে কয়েকজন শিক্ষিকার মধ্যে বাকবিতন্ডা চলছে । তারই মাঝে একজন শিক্ষিকা ঘরের বাইরে বেরিয়ে আসেন । তার পিছু পিছু আসেন আরও দু’জন মহিলা । ওই তিনজন তর্কবিতর্ক করতে করতে স্কুলের গায়েই একটা ভুট্টা খেতের কাছে আসেন । তখন দুই মহিলা মিলে একজন শিক্ষিকার চুল টেনে ধরে এবং মারতে মারতে নিচে ফেলে দেন । তারপর চলে এলোপাতাড়ি লাথি ও ঘুঁষি । নিচে পড়ে থাকা এক শিক্ষিকা আর এক শিক্ষিকার পা টেনে ধরে ফেলে দেন । তারপর দু’জনে দু’জনের চুল ধরে টানাটানি শুরু করে দেন।
ভিডিওটি এনসি মিডিয়া কাউন্সিল ফর মেন অ্যাফেয়ার্স অন টুইটার নামে একটি হ্যান্ডেল থেকে শেয়ার করে লেখা হয়েছে,’বিহারে এক দিনে অনেক বেশি নারীবাদ এবং নারীর ক্ষমতায়ন ঘটেছে । এটাই হল বিপদ : ১) স্কুলের প্রধান শিক্ষিকা কান্তি কুমারী এবং পাটনার নিকটবর্তী বিহতার একটি মধ্য বিদ্যালয়ের শিক্ষিকা সুনিতা কুমারীর মধ্যে ক্লাসের জানালা বন্ধ করা নিয়ে ঝগড়া হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একে অপরকে গালিগালাজ ও চপ্পল দিয়ে মারধর শুরু করেন ।’
জানা গেছে,ঝামেলায় অংশগ্রহণ করা তৃতীয় মহিলা হলেন একজন শিক্ষিকার মা । কিছু মহিলাকে দেখা যায় বিবাদ মেটানোর চেষ্টা করছেন । এদিকে গ্রামের কয়েকজন যুবক ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় । যা ঘিরে আলোড়ন পড়ে গেছে নেট দুনিয়ায় ।।