এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৫ জুলাই : দলিত ব্যক্তির মুখে প্রস্রাব কাণ্ডের পর উত্তরপ্রদেশের ফের একটা ভিডিও ভাইরাল রয়েছে । ভিডিওতে দেখা গেছে শালোয়ার কামিজ পরা এক মহিলা চেয়ারে হাসি মুখে বসে আছেন । সামনে হাঁটু মুড়ে এক ব্যক্তি ওই মহিলার পায়ের কাছে মাথা ঘষছেন । বলা হচ্ছে ঘটনাটি উত্তরপ্রদেশের হারদোই জেলার । চেয়ারে বসে থাকা মহিলা হলেন হারদোই জেলার পিহানি পৌরসভার সমাজবাদি পার্টির চেয়ারম্যান শাহীন বেগম । আর তার পায়ে কাছে মাথা ঘষতে থাকা ওই ব্যক্তির নাম রাজরাম পিহানি । দলিত সম্প্রদায়ের ওই ব্যক্তি পিহানি পৌরসভার ঝাড়ুদার পদে কর্মরত । এদিকে এই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন নেটিজেনরা ।
সুধীর মিশ্র নামে এক ইউজার্স ভিডিওটি শেয়ার করে লিখেছেন,’ইনি এসপির(সমাজবাদি পার্টি) পৌরসভার সভাপতি “শাহীন বেগম” । একজন “দলিত” ঝাড়ুদার তার পায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করছে, চেয়ারম্যান সাহেবার “হাসি” এসপির সমাজতান্ত্রিক চিন্তার প্রতিফলন ? ভাবুন, এসপি যদি ক্ষমতায় থাকত, তাহলে আজম, আতিক, বেগমের মতো মানুষ দলিত-গরিবদের ওপর কী করত ?’
ট্রুনিকল নামে একটি টুইটার অ্যাকাউন্টে শাহীন বেগমের বক্তব্যের ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘সমাজবাদী পার্টির শাহীন বেগম, যিনি একজন অনগ্রসর শ্রেণীর কর্মচারীকে তার পায়ের নীচে নাক ঘষতে বাধ্য করেছিলেন, তিনি এখন ক্যামেরার সামনে লিখিত পাঠ্যটি পড়ছেন এবং বলছেন যে এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আপনি এটির কথা বলার পদ্ধতি দ্বারা এর সত্যতা বিচার করতে পারেন ।’ ওই ভিডিওতে শাহীন বেগমকে একটি লিখিত বক্তব্যে পড়ে বলতে দেখা যায় । তিনি বলেন,’এই ভিডিওটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভাইরাল করা হয়েছে । এক ব্যক্তি হঠাৎ আমার পায়ের কাছে এসে মাথা ঠেকায় । একজন মহিলা হওয়ার কারনে আমি তাকে তুলতে পারিনি । পরে আশেপাশে থাকা লোকজন তাকে সম্মানপূর্বক তুলে চেয়ারে বসায় এবং তার সমস্যার কথা শোনা হয় ।’
কিন্তু বিষয়টি যে আকস্মিক ঘটেনি তা ভাইরাল হওয়া ভিডিওতে শাহীন বেগমের স্মিত হাসি থেকেই স্পষ্ট । যদিও রাজরাম পিহানি নামে ওই দলিত যুবক কোতোয়ালি পুলিশকে চিঠি লিখে জানিয়েছেন, শাহিন বেগমকে তিনি মায়ের মত শ্রদ্ধা করেন । তিনি সর্বদা তাকে প্রনাম করেন । কেউ মিথ্যা তথ্য দিয়ে ভিডিওটি ভাইরাল করেছে। এই ভিডিও নিয়ে যে দাবি করা হচ্ছে তার কোনো সত্যতা নেই । এদিকে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় থানায় কোনো নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি ।।