এইদিন ওয়েবডেস্ক,দুবাই,১১ জুন : মুসলমানদের পবিত্রতম স্থান বলে পরিচিত কাবা মসজিদ । আর সেই মসজিদ চবত্বরের মধ্যেই নাচের রিল বানালেন বোরখা পরা এক মহিলা । মহিলা যখন নাচচ্ছিলেন সেই সময় তার আশেপাশে প্রচুর লোকজন যাতায়াত করছিল । এদিকে মহিলার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে কট্টর মুসলিম ধর্মাবলম্বীরা । কেউ কেউ বলছে, আজকে এ ধরনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ধীরে ধীরে এই প্রবণতা বাড়বে এবং ভবিষ্যতে মানুষ মক্কা-মদিনায় আসবে শুধু রিল তৈরি করতে।
সৌদি আরবিয়া রিয়েলিটির এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে,’২০২৪ সালের হজের মরসুম ঘনিয়ে আসার সাথে সাথে কিছু লোক এই মাসের পবিত্রতা লঙ্ঘন করতে শুরু করেছে এবং এই পবিত্র দিনগুলিতে লক্ষ লক্ষ মুসলমানদের অনুভূতিতে আঘাত করছে, বিশেষ করে যখন এটি পবিত্র কাবার সামনে এই দৃশ্য গ্রহণ করা হয় ।’ এই ভিডিও ভাইরাল হওয়ার পরে, লোকেরা কাবায় ফোনের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে । মক্কার অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল-মজেব বলেছেন,হজের নিরাপত্তায় লাল সতর্কতায় রয়েছে, যারা হজের নিয়ম লঙ্ঘন করবে তাদের আইনের পূর্ণ শক্তি দিয়ে বিচার করা হবে।।