এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৫ জানুয়ারী : সোমবার দক্ষিণ চীন সাগরে অবতরণের সময় দূর্ঘটনার কবলে পড়ল আমেরিকান যুদ্ধবিমান N-35C । আহত হয়েছে ৭ মার্কিন সেনা । নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে ‘রুটিন ফ্লাইট অপারেশন’ চলাকালীন এই ঘটনাটি ঘটেছে । পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন এবং মার্কিন সামরিক হেলিকপ্টারের মাধ্যমে তাঁজে উদ্ধার করা হয় । পাইলটের অবস্থা স্থিতিশীল । মোট ৭ জন সেনাকর্মী আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে । এটি বিমানের নিয়মিত ফ্লাইট ছিল বলে নৌবাহিনী জানিয়েছে । আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । অবশ্য প্রাথমিক চিকিৎসার পর চার সেনা সদস্যকে ছেড়ে দেওয়া হয়েছে । বিমান বিধ্বস্তের কারণ খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে নৌবাহিনী ।।