এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২১ এপ্রিল : শরিয়া শাসনের নামে চুড়ান্ত বর্বরতা চলছে দুই ইসলামি রাষ্ট্র ইরানি ও আফগানিস্তানে । ওই দুই দেশের মহিলাদের সম্ভ্রম বাঁচানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে । হিজাব বিধি না মানায় অল্প বয়সী মেয়েদের গ্রেফতার করে ইরানের নৈতিকতা পুলিশের বিরুদ্ধে (Morality Police) নির্বিচারে ধর্ষণ ও গনধর্ষণ করছে বলে অভিযোগ উঠছে । ইরানের রাজধানী তেহরানের বেহেশতি ইউনিভার্সিটির (Beheshti University) ছাত্রী দিনা কালিবাফকে (Dina Qalibaf) নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করে এবং নৈতিকতা পুলিশ(Morality Police) দ্বারা তাকে যৌন নির্যাতন শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে ।
কালিবাফ সম্প্রতি ইসলামিক কথিত প্রজাতন্ত্র ইরানের নৈতিকতা পুলিশ দ্বারা আটক হওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন,তার বিরুদ্ধে পোষাক বিধি না মানার অভিযোগ তোলা হয় ৷ কালিবাফ বলেছেন যে গ্রেপ্তারের সময় তাকে “যৌন নিগ্রহ” করা হয়েছিল।
কালিবাফ তার সোশ্যাল মিডিয়া পোস্টে তেহরানের সাদিঘিহ(Sadighieh) মেট্রো স্টেশনে পুলিশের মুখোমুখি হওয়ার বর্ণনা দিয়েছেন । তিনি বলেছেন যে গ্রেফতারের পর তাকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে একটি ঘরে নিয়ে যাওয়া হয়েছিল এবং হাতকড়া পরানো হয়েছিল। ঘরে নিয়ে যাওয়ার পর একজন নৈতিকতা পুলিশ আধিকারিক তাকে যৌন নির্যাতন করে ।
পোস্টে বর্ণনা করা হয়েছে যে অফিসার নারীদের উপহাস করে এবং অশ্লীল ভাষা ব্যবহার করে । কালিবাফ বলেছেন যে অফিসারটি তার মুখ ও গোটা শরীরে হাত বুলিয়েছল । গোপনাঙ্গ পর্যন্ত স্পর্শ করেছিল বলে অভিযোগ তার ।
কালিবাফ, একজন রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক, গত বছর একজনের ছাত্রের মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বিরুদ্ধে ছাত্র বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তাকে তলব করা হয়েছিল বলে জানা গেছে।।