এইদিন ওয়েবডেস্ক,ডালভানা(গুজরাট),১১ এপ্রিল : পবিত্র রমজান মাসে রোজা রাখেন মুসলিমরা । দিনভর উপবাসের পর সন্ধ্যায় নামাজ পড়েন । তারপর তাঁরা খাবার মুখে দেন । তাঁদের এই কঠিন কৃচ্ছসাধনের মাসে পাশে এসে দাঁড়ালো গুজরাটের ডালভানা (Dalvana) জেলার বানাসকাঁথা গ্রামের(Banaskantha village) বারান্দা বীর মহারাজ মন্দির(Varanda Vir Maharaj Mandir) কর্তৃপক্ষ । গ্রামের মুসলমানদের জন্য মাগরিবের নামাজ পড়ার এবং ইফতারের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা । শুক্রবার বানাসকাঁথা গ্রামের শতাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য মন্দিরের ভিতরে ইফতারের ব্যবস্থা করা হয়েছিল ।
২০১১ সালের জনগননা অনুযায়ী ডালভানা গ্রামের জনসংখ্যা প্রায় আড়াই হাজারের আশপাশ । রাজপুত, প্যাটেল, প্রজাপতি, দেবীপুজাক ছাড়াও রয়েছে ৫০ টি মুসলিম পরিবার । মুসলিম পরিবারগুলির বেশিরভাগ মানুষ কৃষিকাজ এবং ব্যবসায় করেন । এই গ্রামের বারান্দা বীর মহারাজ মন্দিরটি ১২০০ বছরের প্রাচীন । ওই মন্দিরটির জন্য বছর ভর অনেক পর্যটক আসে গ্রামে ।
মন্দিরের পুরোহিত পঙ্কজ ঠাকরে বলেন,’এই বছর, মন্দির ট্রাস্ট এবং গ্রাম পঞ্চায়েত উপবাসরত মুসলমানদের উপবাস ভাঙতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি । আমরা আমাদের গ্রামের শতাধিক মুসলিম রোজেদারদের এসেছিলেন । তাঁদের জন্য পাঁচ থেকে ছয় ধরনের ফল,খেজুর ও শরবতের ব্যবস্থা করেছি । আমি ব্যক্তিগতভাবে আজ আমাদের স্থানীয় মসজিদের মওলানা সাহেবকে স্বাগত জানালাম ।’
স্থানীয় মুসলিম ব্যবসায়ী ওয়াসিম খান বলেন, ‘গ্রামের লোকেরা সম্প্রীতির সাথে বসবাস করে এবং একে অপরের উৎসবে আন্তরিকভাবে অংশগ্রহন করে ।’ তিনি বলেন, ‘গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে হিন্দু এবং মুসলমান উভয়ের সাথে যোগাযোগ করা হয়েছিল । মন্দিরে ইফতারের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল । তাতে সবাই সম্মতি দেয় ।’।