এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৮ আগস্ট : কেন্দ্রীয় ভিজিলেন্স বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে এক স্বর্ণকারের কাছ থেকে ২২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হুগলি জেলার এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । ধৃতকে পুলিশ হুগলি জেলার শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকার বাসিন্দা অগস্ত্য পাঁজা (৬১) নামে চিহ্নিত করেছে । আজ বৃহস্পতিবার ভোরে মঙ্গলকোট থানার পুলিশের একটি দল বৈদ্যবাটিতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে ৷ জানা গিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় গৃহশিক্ষক । পুলিশ তার কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধারের পাশাপাশি তার বাইকটিও বাজেয়াপ্ত করেছে ।
জানা গেছে,মঙ্গলকোট থানার আমডোব গ্রামের বাসিন্দা পেশায় স্বর্ণকার অরূপ কুমার ঘোষ হলেন অভিযোগকারী ৷ একই থানা এলাকার খতিয়ার বাসস্ট্যান্ডে একটি সোনারুপোর দোকান রয়েছে তার । অরূপবাবু বুধবার মঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান যে ওইদিন এক ব্যক্তি বাইকে চড়ে তার দোকানে এসে নিজেকে কেন্দ্রীয় সরকারের ভিজিলেন্স বিভাগের আধিকারিক পরিচয় দেন। সে দোকানের লাইসেন্স, আয়কর বিভাগের কাগজপত্র দেখতে চায় । কাগজপত্র দেখার পর সেগুলি সে ভুয়ো বলে দাবি করে আইনি জটিলতায় ফেঁসে যাওয়ার ভয় দেখায় । এরপর ওই ব্যক্তি বৈধ কাগজপত্র তৈরি করে দেওয়ার অছিলায় তার কাছে লক্ষ টাকা দাবি করে । ভয় পেয়ে তিনি দোকানের ক্যাশে থাকা ২২ হাজার টাকা তার হাতে তুলে দেন ।
জানা গেছে,ওই প্রতারক টাকা নিয়ে চলে যাওয়ার পর আশপাশের ব্যবসায়ীদের কাছে ঘটনার কথা জানান অরূপবাবু । শেষ পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীদের পরামর্শে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ শেষে এলাকার সিসিটিভি ফুটেজে বাইকের নম্বরটি পুলিশের নজরে পড়ে । সেই সূত্র ধরে বাইক মালিক অগস্ত্য পাঁজার নামধাম পেয়ে যায় পুলিশ । এরপর আজ ভোরে ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে মঙ্গলকোট থানায় নিয়ে আসে পুলিশ । আজই তাকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় ৷।