এইদিন ওয়েবডেস্ক,ডায়মন্ড হারবার,২৭ নভেম্বর : আজ বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সরিষায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ির ঘিরে “গো ব্যাক” শ্লোগান দেওয়া হয় । এক ব্যক্তিকে গলায় গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে সুকান্ত মজুমদারে গাড়ির সামনে এসে শ্লোগান দিতে শুরু করলে তার সঙ্গীসাথীরাও শ্লোগান দিতে আরম্ভ করে । সুকান্ত মজুমদারের অভিযোগ যে নেতৃত্ব দেওয়া ব্যক্তি একজন তৃণমূল কর্মী । তৃণমূলের অনুষ্ঠানে ওই ব্যক্তির উপস্থিত থাকার ছবি ও বিক্ষোভের ভিডিও ক্লিপ এক্স-এ পোস্ট করে তিনি লিখেছেন,”অশিক্ষিত বর্বর তৃণমূলের নতুন পন্থা দেখুন! গলায় গেরুয়া উত্তরীয় পরে আর কপালে তিলক এঁকে কারসাজি করে বিজেপি কর্মী সেজে এরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে! ছবিতে গেরুয়া উত্তরীয় পরে যাকে দেখা যাচ্ছে, সে ডায়মন্ড হারবার এলাকার তৃণমূল কংগ্রেস নেতা এবং দাগী দুষ্কৃতী শামীম-এর ঘনিষ্ঠ সহযোগী রাজু। আজ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় আক্রান্ত বিজেপি কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎ কার্যক্রমে পৌঁছনোর সময় এরাই ঢুকে রাস্তায় সস্তায় নাটক করছে! এই অতি সস্তা এবং জঘন্য স্ক্রিপ্ট যারা তৃণমূলকে পৌঁছে দিচ্ছে, তাদের এক পয়সারও মূল্য নাই। অশিক্ষিত তৃণমূল অশিক্ষিতই থাকবে।”
ভিডিওতে ওই ব্যক্তিকে সুকান্ত মজুমদারের গাড়ির সামনে এসে “গো ব্যাক” ও “দিলীপ ঘোষ জিন্দাবাদ” শ্লোগান দিতে শোনা যায় । জানা গেছে, এদিন সুকান্ত মজুদারের কনভয় যখন সরিষার মধ্যে ঢোকে তখনই আচমকা একটা ভিড় তার গাড়ির সামনে চলে এসে শ্লোগান দিতে শুরু করে । তৃণমূল এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালানোর চেষ্টা করছে।।

