এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০৬ ডিসেম্বর : ফের নবান্ন উৎসবকে কেন্দ্র করে রক্ত ঝড়লো বীরভূমের নানুরে । এবারে নানুরে অন্নপূর্ণা পূজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে তৃণমূল বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে । এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪ জন । ঘটনাটি ঘটেছে শুক্রবার নানুর থানার অন্তর্গত বাসাপাড়া সংলগ্ন পাতিসাড়া গ্রামে । মৃতের নাম রাজবিহারী সর্দার । আহতদের মধ্যে মানব সর্দার, সুকুমার মেটে,ঢোলা মেটেদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে ।
মৃতের পরিবারের লোকজনদের অভিযোগ,শুক্রবার তারা অন্নপূর্ণা পূজোর জন্য চাঁদা তুলছিলেন । একজন গ্রামবাসী চাঁদা দিতে অস্বীকার করলে বাকবিতণ্ডা শুরু হয় । সেই সময় হঠাৎ করে গ্রামের বেশ কয়েকজন তাদের ওপর চড়াও হয়ে বেদম মারধর শুরু করে । মৃতের পরিবারের লোকজনদের অভিযোগ তারা তৃণমূল নেতা কাজল শেখের অনুগামী হওয়ায় তাদের উপর হামলা হয়েছে।
জানা গেছে,সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় । আহতদের প্রথমে পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে রাজবিহারী সর্দারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। আহত ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় । উত্তেজনা থাকায় এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ।।

