প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ জুন : বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আর যোগ দেওয়া হল না।সোমবার দুপুরে সভাস্থলের অনতি দূরে আজিরবাগান এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে মৃতু হল এক ত্ণমূল কর্মীর। মৃতর নাম মজিদ লায়েক(৩৩)।তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার উজ্জ্বলপুকুর এলাকায়।দলের একনিষ্ঠ কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে খণ্ডঘোষের তৃণমূল শিবিরে শোকের ছায়া নেমে এসেছে ।
খণ্ডঘোষের তৃণমূল নেতৃত্বের কথায় জানা গিয়েছে ,উজ্জ্বলপুকুর গ্রাম নিবাসী মজিদ লায়েক তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত ভক্ত ছিলেন । পূর্ব বর্ধমান জেলার যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় হোক না কেন সেই সভায় যোগ দিত মজিদ। তাঁর মামা সামসের মল্লিক জানিয়েছেন, এদিন বর্ধমানের গোদার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেওয়ার জন্য গ্রামের অন্য তৃণমূল কর্মীদের সেঙ্গে মজিদও ট্র্যাক্টরে চাপে।বর্ধমানের আজিরবাগান এলাকার ট্র্যাক্টর দাঁড়ালে সেখানে ট্র্যাক্টর থেকে নামতে যায় মজিদ । তখনই বেকায়দায় ট্র্যাক্টর থেকে পড়ে গিয়ে মজিদ মাথায় ও বুকে গুরুতর চোট পান । ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন । কিন্তু শেষ রক্ষা হয় নি। রাতে সেখানেই মৃত্যু হয় তৃণমূল কর্মী মজিদ লায়েকের । খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন ,“অত্যন্ত দুঃখ জনক ঘটনা । আমারা দলীয় ভাবে ওই ত্ণমূল কর্মীর পরিবারের পাশে সবসময় থাকবো ।’।