এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),৩০ ডিসেম্বর : রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন এক পথচারী । ঠিক সেই সময় সড়কপথে যাচ্ছিল একটা ধানবোঝাই ট্রাক্টর৷ পথচারীর ঠিক কাছাকাছি আসতেই ট্রাক্টরটির একটা চাকা ফেটে যায়৷ এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিসহ উলটে পড়ে ট্রাক্টরটি । ট্রলিতে থাকা ধান বোঝাই বস্তাগুলি পথচারীর উপরে এসে পড়ে এবং তার পায়ের নিচে আটকে যায়। তবে অল্পবিস্তর আহত হলেও বরাত জোরে তিনি প্রাণে বেঁচে যান৷ আজ মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বাদশাহী রোডে, বটতলা মোড় ও থানার মাঝামাঝি এলাকায়। আহত পথচারীর নাম আবদুর রহমান কারিগর (৩৫)। বর্তমানে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে, ট্রাক্টরটি বর্ধমানের দিকে যাচ্ছিল। বাদশাহী রোডে, বটতলা মোড় ও থানার মাঝামাঝি এলাকায় একটি কালভার্ট রয়েছে । ট্রাক্টরটি ওই কালভার্ট অতিক্রম করার সময় হঠাৎ করে ট্রলির চাকা ফেটে যায়, যার ফলে ট্রাক্টরটি উল্টে যায়। ঠিক তখনই ওই কালভার্টের উপর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন আবদুর রহমান কারিগর । ধানের বস্তাসহ ট্রলিটি উপর এসে উলটে পড়তে পারে অনুমান করেই সঙ্গে সঙ্গে তিনি পাশের নিজেকে বাঁচানোর জন্য নালায় ঝাঁপ দেন । কিন্তু তার আগেই ধানের বস্তাগুলি তার পায়ের ওপর এসে পড়ে এবং তিনি নালার উপর ঝুলতে থাকেন । স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে । পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে যায় । পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন, আবদুর রহমানের দুই পায়ের হাড় ভেঙে গেছে এবং তাঁর অবস্থা গুরুতর।।

