এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ অক্টোবর : সড়ক পথ দিয়ে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রন হারিয়ে নয়ানজুলিতে উলটে পড়ল একটি খালি ট্রাক্ট্রর । দূর্ঘটনায় মৃত্যু হল ট্রাক্ট্রর চালকের । দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামশোর ও কাপশোড় গ্রামের মাঝামাঝি এলাকায় বাদশাহী রোডে । পুলিশ জানিয়েছে,মৃতের নাম ছোট্টু কোড়া (৩৩) । তাঁর বাড়ি ভাতার থানার বেলেন্ডা গ্রামে । তবে ঠিক কি কারনে চালক ট্রাক্ট্ররের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছিল এনিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । শারদোৎসবের মুখেই মর্মান্তিক এই দূর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,ভাতার থানার শুনুর গ্রামে বাড়ি ছোট্টু কোড়ার । কিন্তু তিনি বিগত প্রায় ১৫ বছর ধরে বেলেন্ডা গ্রামের রেললাইন পূর্ব পাড়ায় শ্বশুরবাড়িতে ছিলেন । তাঁর বাড়িতে রয়েছেন বিধবা শাশুড়ি,স্ত্রী সেবতীদেবী,দুই মেয়ে বৃষ্টি (১২) ও নন্দিনী (১০) । বৃষ্টি ষষ্ঠ শ্রেণীতে ও নন্দিনী চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করে । সেবতীদেবী জনমজুরের কাজ করেন । গ্রামেরই এই কৃষকের ট্রাক্ট্রর চালাতেন ছোট্টু । স্বামী-স্ত্রীর উপার্জনেই মূলত দুই মেয়ের পড়াশোনার পাশাপাশি অতিকষ্টে সংসারের খরচখরচা চলত ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ভাতার বাজার থেকে ট্রাক্টরে পাথর বোঝাই করে বামশোর গ্রামে গিয়েছিলেন ছোট্টু কোড়া । ট্রাক্ট্ররে তিনি একাই ছিলেন । পাথর আনলোড করার পর খালি ট্রাক্ট্রর নিয়ে বাড়ি ফেরার পথেই দূর্ঘটনাটি ঘটে । জানা গেছে, বাদশাহী রোড ধরে ফেরার পথে বামশোর ও কাপশোড় গ্রামের মাঝামাঝি এলাকায় ট্রাক্ট্ররটি হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে পড়ে । ট্রাক্ট্রর চালক গুরুতর জখম হন । খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
কিন্তু ঠিক কি কারনে চালক ট্রাক্ট্ররের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেললো তা নিয়ে ধন্দ্বে রয়েছেন মৃতের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা । সেবতীদেবী জানিয়েছেন,তাঁর স্বামী কোনও নেশা করতেন না । কোনও রোগও ছিল না বলে তিনি জানান । স্থানীয়দের একাংশের অনুমান, ট্রাক্ট্ররের সামনে হঠাৎ কোনও জীবজন্তু চলে এসেছিল । তাকে বাঁচাতে গিয়েই এই দূর্ঘটনাটি ঘটেছে । ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ ।।