এইদিন ওয়েবডেস্ক,গুলমার্গ,৩০ জানুয়ারী : অঝোরে তুষারপাত চলছে পাহাড়ে । তার মাঝে নির্দিষ্ট দূরত্বে রয়েছে স্বচ্ছ কাঁচের তৈরি ইগলু রেস্তোরাঁ । ভিতরে পাতা রয়েছে গোল টেবিল ও চেয়ার । আর চেয়ারে বসে পেয়ালার গরম চায়ে চুমুক দিতে দিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছে পর্যটকরা । ওই সমস্ত ইগলু রেস্তোরাঁর জন্য পর্যটকরা এখন ভিড় জমাচ্ছে জম্মু কাশ্মীরের গুলমার্গের হিল স্টেশনে ।
জানা গেছে,এই অসাধারণ গ্লাস ইগলু রেস্তোরাঁগুলি গুলমার্গের কোলাহোই গ্রিন হাইটস নামে একটি হোটেল দ্বারা তৈরি করা হয়েছে । এর আগে তারা উপত্যকার প্রথম তুষার আচ্ছাদিত রেস্তোরাঁ তৈরি করেছিল । হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে স্বচ্ছ কাঁচের তৈরি ইগলু রেস্তোরাঁ উপত্যকায় এই প্রথম । প্রসঙ্গত,জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর উপত্যকায় প্রভুত উন্নয়ন হচ্ছে । সেই সঙ্গে ব্যাপক কর্মসংস্থান হওয়ায় কমে গেছে সন্ত্রাসবাদীদের উৎপাত । ফলে বিগত দু’বছর ধরে উপত্যকায় পর্যটকদের রেকর্ড ভিড় হচ্ছে ।
এদিকে উপত্যকার হোটেলগুলি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে নতুন নতুন পরিকল্পনা নিচ্ছে । কোলাহোই গ্রিন হাইটস হোটেলের ম্যানেজার হামিদ মাসুদি জানিয়েছেন, গুলমার্গকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তারা সবসময়ই নিত্য নতুন ব্যবস্থা নিয়েছে । তিনি বলেন,’২০২০ সালে আমাদের হোটেলে এশিয়ার বৃহত্তম ইগলু তৈরি করা হয়েছিল । পরের বছর আমরা বিশ্বের বৃহত্তম ইগলু তৈরি করি । চলতি বছরে পাহাড়ের মাঝে কাচের তৈরি ছোট ছোট ইগলু তৈরি করেছি, যা এই কাশ্মীরে প্রথম ।’ তিনি বলেন,’আমরা ফিনল্যান্ডের এই আইডিয়াটা কাজে লাগিয়েছি । আমাদের হোটেল চত্বরে তিনটি ইগলু তৈরি করেছি যা আগে কোথাও দেখা যায়নি । পর্যটকদের দ্বারা খুব প্রশংসিত হচ্ছে ইগলুগুলি ।’ তিনি জানান, প্রতিটি ইগলুতে আটজন করে বসতে পারে । পর্যটকদের আকর্ষণ করতে ভবিষ্যতে আরও নতুন ধরনের আইডিয়া প্রয়োগ করা হবে বলে তিনি জানান ।।