এইদিন স্পোর্টস নিউজ,০৫ ডিসেম্বর : ২০২২ সালের মে মাসে ব্রেন্ডন ম্যাককালাম কোচ হয়ে আসার পর থেকেই ইংলিশ ক্রিকেটের খোলনলচে বদলে দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । টেস্ট ক্রিকেটের চেনা ছন্দ বাতিল করে একদিনের আক্রমণাত্মক খেলার ছন্দ নিয়ে এসেছেন । যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘বাজবল’ । নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের ডাকনাম ‘বাজ’ থেকে এসেছে ইংলিশদের নতুন ঘরানার এই খেলার নাম।
ম্যাককালাম এবং অধিনায়ক বেন স্টোকসের ‘বাজবল’ নীতি ইতিমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্বে । কিন্তু ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে এই নীতি আদপে কতটা সফল হবে তা নিয়ে সন্দিহান খোদ ম্যাককালাম । তার মতে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাজবলের জন্য । তবে তার আশা যে তার দল চ্যালেঞ্জ উতরে যেতে প্রস্তুত আছে ।
তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে ইংল্যান্ড দল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মিশন শেষে ভারত সফর করবে স্টোকস বাহিনী। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা । দুই দলের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৫ জানুয়ারী ।
আসন্ন সিরিজ নিয়ে ম্যাককালাম বলেন, ‘বাজবল নীতিতে খেলে আমরা দারুণ কিছু সফলতা পেয়েছি। এজন্য আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। তাই বলে আমার মনে হয় না যে এটাই সর্বোচ্চ সীমা। গত ১৮ মাসে আমাদের বেশ কিছু খেলোয়াড় প্রতিভার স্ফুরণ দেখিয়েছে। আমার দায়িত্ব হলো তাদের সেরাটা বের করে আনা ।’ পাশাপাশি তিনি বলেন, ‘ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। বিষয়টা নিয়ে আমি বেশ রোমাঞ্চিত। কারণ সবাই সেরাদের বিপক্ষেই নিজেদের সামর্থ্য পরীক্ষা করে। আমি বিশ্বাস করি যে বর্তমানে ভারত সেরা দল । আমরা সেখানে সফল হলে সেটা দারুণ হবে। সফল না হলে ভাবব নিজেদের সেরাটা খেলেই হেরেছি।’
তবে ইংল্যান্ডের এই বাজবল মোটেও পছন্দ নয় নাথান লায়নের। এই অজি অফস্পিনারের চোখে বাজবল ‘ফালতু’ এক কৌশল ।।