এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),১৮ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বন্ধ দোকানের কার্বাইড গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণে ছিটকে আসা ধাতব টুকরোয় গুরুতর আহত হলেন এক টোটোচালক । আজ শনিবার সকাল এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে গুসকরা বাসস্ট্যান্ডের কাছে গুসকরা-মানকর রাজ্যসড়কের ধারের একটি দোকানে । জখম টোটোচালক কানুমাধব দাসকে প্রথমে গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
জানা গেছে,দোকানমলিক হলেন গণেশ রায় নামে জনৈক এক ব্যক্তি ৷ কার্বাইড গ্যাসের সাহায্যে ঝাইলাইয়ের কাজ করেন ৷ ঘটনার সময় তিনি দোকান খোলেননি । অন্যদিকে জখম টোটো চালক কানুমাধব দাসের বাড়ি দেওয়ানদিঘি থানার পিলখুড়ি এলাকায় । কালীপুজো উপলক্ষ্যে গুসকরা থেকে সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে যাওয়ার কথা ছিল তার । সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া দোকানটি রয়েছে গুসকরা বাসস্ট্যান্ড এলাকায় গণেশ রায়ের গ্যাস ঝালাইয়ের দোকানের ঠিক পাশেই । সাউন্ড সিস্টেমের দোকানটি তখনো খোলেনি । সেই কারনে ঝালাইয়ের দোকানের সামনেই টোটো নিয়ে দাঁড়িয়েছিলেন কানুমাধব দাস । ঠিক সেই সময় বিকট শব্দে গ্যাস ঝালাইয়ের দোকানের কার্বাইড সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের তীব্রতায় দোকানের টিনের ঝাঁপের একাংশ উড়ে যায় । সেই ধারালো টিন এসে গেঁথে যায় কানুমাধবের একটি পায়ে । প্রবল রক্তক্ষরণ শুরু হয় । যন্ত্রণায় কাতরাতে দেখে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় ৷ তবে এনিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি ।।

