এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৬ মে : শনিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় এক সন্ত্রাসবাদীকে এনকাউন্টারের খতম করেছে নিরাপত্তা বাহিনী । জম্মু-কাশ্মীরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন,বারামুল্লার কুঞ্জর এলাকায় ওই সন্ত্রাসবাদীর লুকিয়ে থাকার খবর আসার পর সেখানে অভিযান চালায় যৌথবাহিনী । সন্ত্রাসবাদীকে বাহিনী চারদিক দিয়ে ঘিরে ফেললে সে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । তখন পালটা গুলিতে খতম হয় ওই সন্ত্রাসবাদী । তবে ওই সন্ত্রাসবাদীর পরিচয় ও সে কোন সংগঠনের সাথে যুক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ।
অন্যদিকে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে গুহার মধ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের সাথে শনিবার ভোররাতে ফের গোলাগুলি শুরু হয়েছে । সেনাবাহিনীর নর্দান কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে জম্মু অঞ্চলের ভাটা ধুরিয়ানের তোতা গালি এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাকে অতর্কিত হামলায় জড়িত একদল সন্ত্রাসীকে নির্মূল করতে সেনা সদস্যরা গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান চালিয়ে যাচ্ছে।
প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেছেন, “রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে চলমান অভিযানের সময় শুক্রবার ভোর ১.১৫ নাগাদ সন্ত্রাসবাদীদের উপস্থিতির বিষয়ে জানতে পারা যায় । তারপর থেকেই অভিযান চলছে ।’ রাজৌরি জেলার ঘন জঙ্গল অধ্যুষিত কান্দি এলাকায় শুক্রবার সন্ত্রাসবাদীদের ছোড়া বোমা বিস্ফোরণে পাঁচ সেনা সৈন্য শহীদ হয় এবং একজন আধিকারিক আহত হয়েছেন । সেনা জানিয়েছে, সন্ত্রাসবাদীদের নির্মুল না করা পর্যন্ত এই অভিযান চলবে ।।