এইদিন,ওয়েবডেক্স,২৫ ফেব্রুয়ারী : আজ রবিবার সকালে কলকাতায় ইএম বাইপাসের ধারে আনন্দপুরের একটি ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । প্রায় শতাধিক লাগোয়া ঝুপড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে । সেই সাথে একের পর এক গ্যাস সিলিন্ডারে বিকট শব্দে বিস্ফোরণ হয় । ঘটনাটাকে ঘিরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এলাকায় । স্থানীয় লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয় ৷ পরে খবর পেয়ে সকাল ১০:৫৫ মিনিট নাগাদ দমকলের ৪ টি ইঞ্জিন গেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে তার আগেই ভস্মীভূত হয়ে যায় সবকিছু । হতাহতের কোন ঘটনা ঘটেনি । ইএম বাইপাসের ধারে আনন্দপুর এলাকায় ফর্টিস নামে একটি বেসরকারি হাসপাতালের পাশেই ছিল ওই ঝুপড়িটি । পলিথিন দিয়ে ঘেরা ছোট ছোটো ঝুপড়িগুলোতে বসবাস করত শতাধিক পরিবার । আজ সকালে একটি ঝুপড়িতে কোনরকম ভাবে আগুন ধরে যায় । এদিকে সকাল থেকেই হাওয়ার গতি খুব বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । জানা গেছে, ঝুপড়ির বাসিন্দা অনেক পড়ুয়া এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে । তাদের পড়াশোনার সময় ও সমস্ত সামগ্রী বশীভূত হয়ে যাওয়ায় এখন তারা বিপাকে পড়েছে ।।