পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০৭ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের একটি নির্মীয়মান সরস্বতী মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে কালনা শহরের বারুইপাড়া এলাকার নটরাজ ক্লাবের মণ্ডপে । আজ বুধবার ভোরে নির্মীয়মান সরস্বতী মণ্ডপে হঠাৎ কোনো ভাবে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে গোটা মণ্ডপের বাঁশের কাঠামো ও কাপড়ে আগুন ছড়িয়ে পড়ে । গোটা মণ্ডপকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালনা দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু তার আগে ভস্মীভূত হয়ে যায় গোটা মণ্ডপ ।
এবারে নটরাজ ক্লাবের থিম ছিল প্রাচীন বটবৃক্ষ। বিশালাকৃতির বৃক্ষের আদলে কাঠামো তৈরি করা হয়েছিল । সেই কাঠামো থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে । পুজো কমিটির এবারের বাজেট ৯ লক্ষ টাকা রাখা হয়েছিল । কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনার পর চরম হতাশ পূজো উদ্যোক্তারা ।।

