এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ জুলাই : ফের রাজ্যের রাজধানী শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । আজ শুক্রবার ভোর রাতে দমদমের নাগেরবাজার সংলগ্ন যশোর রোডের একটি গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লাগে । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হয় । প্রায় ৬ ঘণ্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে খবর ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৩টে ১০ নাগাদ দমদমের নাগেরবাজার এলাকায় একটি আইসক্রিম কারখানা, গেঞ্জি কারখানা এবং কারখানার গোডাউনে পরপর আগুন লাগে । তবে প্রথমে এই কারখানায় আগুন লাগেনি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । তাদের কথায়, কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদামে প্রথমে আগুন লাগে। পরে তা কারখানায় ছড়িয়ে পড়ে। ওই গুদামে বিস্ফোরণের শব্দ শোনা গেছিল বলে দাবি করেছেন তারা । দমকলের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানান, পৌনে চারটে নাগাদ আগুন লাগার খবর খবর পেয়ে ৪ টের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ইঞ্জিন । ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সঙ্গে কাজ শুরু করা হয়েছে ।পা শাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে তার জন্য চারপাশ থেকে জল দেওয়ার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা ।
এর আগে কলকাতার পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এদিকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় কলকাতার পুরসভার ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠছে ।।