দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ এপ্রিল : রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে জখম হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক কিশোরী । জখম কিশোরীর নাম সুষ্মিতা মাজি(১২) । তার বাড়ি কাটোয়ার ন’হাটা গ্রামের পশ্চিমপাড়ায় । বর্তমানে ওই কিশোরীকে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে,নহাটা গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর সাহেব মাজি মেয়ে সুষ্মিতা শ্রীখণ্ড উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী । শনিবার সকালে পাড়ার এক বান্ধবী টুসুর সঙ্গে বাড়ির অদূরে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল সুষ্মিতা । সঙ্গে ছিলেন টুসুর মা টুম্পাদেবী । এদিকে পুকুর ঘাটে যাতায়াতের রাস্তার উপর দিয়েই গেছে মাঠের একটি সাবমার্বিল পাম্পের বিদ্যুৎ লাইনের তার । স্নান সেরে ফেরার পথে সুষ্মিতার ভিজে পোশাক তারের সংস্পর্শে চলে আসে । তখন তারের উপরেই উলটে পড়ে সে । বিষয়টি মাঠে কাজ করা খেতমজুরদের নজরে পড়লে তারা ছুটে এসে বাঁশ দিয়ে মেয়েটির সংস্পর্শ থেকে তারটি বিচ্ছিন্ন করে । তারপর কিশোরীকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।।